Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডি ভিলিয়ার্স-আনুশকার পরামর্শ কাজে লেগেছে কোহলির


১৫ মার্চ ২০২১ ২২:১১

কেনো জানি রান পাচ্ছিলেন না বিরাট কোহলি। ঘরের মাটিতে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে নাকানি-চুবানি খাওয়ালো ভারত, কিন্তু ব্যাটসম্যান কোহলির তাতে খুব বেশি অবদান নেই। শূন্য (০) যেনো তাড়া করছিল! সর্বশেষ পাঁচ ইনিংসের তিনটিতেই শূন্য রানে আউট হয়েছেন ভারতীয় অধিনায়ক। সেই কোহলি কাল আহমেদাবাদে খেলেছেন ৪৯ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস।

ইংল্যান্ডের ১৬৪ রান পেরিয়ে ভারতের ৭ উইকেটে জয়ে বড় অবাদন তারই। কিভাবে হঠাৎ রানে ফিরলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান? দুজনের নাম জানালেন কোহলি। স্ত্রী অনুশকা শর্মা অনেকটা বুঝিয়েছেন তাকে। আর ম্যাচের আগে কথা বলেছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে।

বিজ্ঞাপন

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে অনেক বছর ধরে একসঙ্গে আইপিএল খেলছেন কোহলি ও ডি ভিলিয়ার্স। দুজনের সম্পর্ক বেশ মধুর। অনেকদিন ধরে সেভাবে রান করতে না পারাতে আহমেদাবাদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে ডি ভিলিয়ার্সের সঙ্গে কথা বলেছিলেন কোহলি। তাতেই হয়তো কাজ হয়েছে!

কোহলি বলেন, ‘নানা বিষয়ে ম্যানেজমেন্ট আমার সঙ্গে কথা বলেছে। আনুশকা এখানে আছে, সেও অনেক কিছু আমাকে বুঝিয়েছে এবং এই ম্যাচের আগে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে আমার বিশেষ আলাপ হয়েছিল। সে বলেছিল, কেবল বলে চোখ রাখতে। সেটাই করেছি আমি।’

ভারতীয় অধিনায়ক বলেন, ‘ব্যাটিংয়ের মৌলিক বিষয়গুলোতে মনোযোগ ফিরিয়ে আনতেই হতো আমাকে। সম্ভবত বাইরের বিষয় নিয়ে খুব বেশি ভাবছিলাম। দলের প্রয়োজন অনুযাযী কাজ করতে আমি সবসময় গর্ববোধ করি। তাই ৭০ এর বেশি রান করার চেয়ে দলকে জেতাতে পেরে আমি বেশি খুশি।’

বিজ্ঞাপন

আহমেদেবাদে কাল ৭ উইকেটে জিতেছে ভারত। প্রথমে ব্যাটিং করে ১৬৪ রান তুলেছিল ইংল্যান্ড। পরে জবাব দিতে নেমে ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে ভারত।

অনুশকা শর্মা এবি ডি ভিলিয়ার্স বিরাট কোহলি ভারত-ইংল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর