Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল হচ্ছে না এবছর?


১৩ মার্চ ২০২১ ১৬:৫৭

দেশিয় ক্রিকেট ক্যালান্ডারের শেষ ভাগটা সাধারণত বরাদ্দ থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য। এবছর হয়তো এই ধারায় পরিবর্তন আসছে! করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ ছিল দীর্ঘদিন। করোনা এড়িয়ে পরে ক্রিকেট শুরু হলে ব্যস্ত সূচিতে বন্দি ক্রিকেটাররা। এই ব্যস্ত সূচির কারণে বছরের শেষভাগটা বিপিএল আয়োজনের সময় নাও পাওয়া যেতে পারে। ফলে আগামী বছরের শুরুর দিকে বিপিএল আয়োজনের বিকল্প চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

নভেম্বরের আগে দম ফেরানোর ফুসরত নেই ক্রিকেটারদের। নভেম্বরে আবার পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। ডিসেম্বরে নিউজিল্যান্ডের বাংলাদেশে আসার কথা। সঙ্গত কারণে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণের নিশ্চয়তা না রেখে বিপিএল আয়োজনের চিন্তা করতেও পারে না বিসিবি। ফলে আগামী বছরের জানুয়ারিতে বিপিএল আয়োজনের একটা বিকল্প চিন্তা করেছে বোর্ড।

শনিবার (১৩ মার্চ) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে কথাগুলো বলছিলেন বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, ‘বিপিএল হচ্ছে কী না সেটা আমরা আমাদের সূচি দেখে বলতে পারবো। দুইটা উইন্ডো খোলা আছে। একটা নভেম্বরে। ওই সময়ে আবার পাকিস্তানে যাওয়ার কথা আছে। আবার ডিসেম্বরে নিউজিল্যান্ড আসার কথা। সেখানে বিপিএল পিছিয়ে জানুয়ারিতে হতে পারে।’

মল্লিক বললেন, জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতে বিপিএল আয়োজনের চিন্তাও করতে পারে না বিসিবি, ‘ক্যালেন্ডার মিটিংয়ে আমরা পাঁচ বছরের জন্য ক্যালেন্ডার নির্ধারণ করছি। সেখানে এসব কথা এসেছে। বাংলাদেশের ক্রিকেটের যে পরিমাণে ব্যস্ত সফর ও সিরিজ আছে ভবিষ্যতে অনেক সময়ই জাতীয় দলের খেলোয়াড়রা এনসিএল, বিসিএল বা ঢাকা লিগে অংশ নিতে পারবে না। আমরা চেষ্টা করবো বিপিএলে যেন জাতীয় দলের সব ক্রিকেটার থাকে। এটা মাথায় রেখে কাজ করা হচ্ছে। এবার মে মাসে ঢাকা লিগের স্লট দেয়া হচ্ছে…দলবদল তো আগেই হয়ে গেছে। এ জিনিসটা এবার আমাদের মাথায় আছে।’

সর্বশেষ বিপিএল অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে দলগুলোর স্পন্সর নিয়ে বিপিএল আয়োজন করেছিল বিসিবি। সফলভাবে আয়োজনের পর স্থায়ীভাবে এই টুর্নামেন্টের নামকরন পরিবর্তন করা হয় বঙ্গবন্ধু বিপিএল হিসেবে।

বিজ্ঞাপন

ইসমাইল হায়দার মল্লিক টপ নিউজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিপিএল বিসিবি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর