সালমা-জাহানারাদের স্বর্ণ জয়
১২ মার্চ ২০২১ ১৬:৫৯ | আপডেট: ১২ মার্চ ২০২১ ১৭:০৫
লড়াইটা ছিল জাতীয় দলের দুই অধিনায়কের মধ্যে। সালমা খাতুন বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক, আর রুমানা আহমেদ ওয়ানডে অধিনায়ক। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্টের ফাইনালে আজ স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশ নীল ও বাংলাদেশ দলের হয়ে মুখোমুখি হয়েছিলেন দুজন। স্বর্ণের লড়াইয়ে রুমানার সবুজ দলকে স্রেফ উড়িয়ে দিয়েছে সালমার নীল দল।
শুক্রবার (১২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে বোলিং করে সবুজ দলকে ৭২ রানে গুটিয়ে দিয়ে পরে ৮ উইকেটে ম্যাচ জিতেছে বাংলাদেশ নীল দল।
অপরাজিত থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ইভেন্টের স্বর্ণ জিতল নীল দল। গ্রু পর্বের দুই ম্যাচেই বড় জয় পেয়েছিলেন সালমা খাতুনরা। আজ ফাইনালেও সেই ধারা অব্যাহত থাকল। প্রথমে বোলিং করতে নেমে শুরু থেকেই সবুজ দলকে চাপে রেখেছিল নীল দল। ২০ রানের মাথায় শারমিন সুলতান (৮) ও সুমাইয়া আক্তারকে (০) ফেরান নীল দলের পেসার জাহানারা আলম। অধিনায়ক রুমানা আহমেদ ও রিতু মনি পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু সালমা খাতুন, মমতা হেনারা প্রতিরোধগুলো বড় করতে দেননি।
বড় কোনো জুটিই গড়তে পারেনি সবুজ দল। শুরু থেকেই ধুঁকে ৩৬ ওভারে মাত্র ৭২ রানেই গুটিয়ে গেছে রুমানা আহমেদের দল। দলটির পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেছেন রিতু মনি। এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল রুমানা (১৪) ও সানজিদা (১২)।
মমতা হেনা ৭ ওভার বোলিং করে ১৫ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। জাহানারা ৮ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সালমা ৭ ওভারে ৯ রানে নিয়েছেন ২ উইকেট।
পরে জবাব দিতে নেমে নীল দলের হয়ে শারমিন সুলতানা শুরুটা করেছিলেন দারুণ। অপর ওপেনার মুর্শিদা খাতুন ৯ রান করে ফিরলে তিনে নেমে শারমিনের সঙ্গে দারুণ জুটি গড়েন ফারজানা হক। শারমিন ৩১ রান করে আউট হলেও ফরাজানা অপরাজিত ছিলেন দলের জয় নিশ্চিত হওয়া অবদি। ১৮.২ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য ৭৪ রান তুলে ফেলে নীল দল। ফরাজানা তখন ২৮ রানে অপরাজিত।
জাহানারা আলম টপ নিউজ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস রুমানা আহমেদ সালমা খাতুন