Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপা লিগের কোয়ার্টারে আর্সেনালের এক পা


১২ মার্চ ২০২১ ১৫:৪২

উয়েফা ইউরোপা লিগের দারুণ যাত্রা অব্যাহত রেখেছে আর্সেনাল। শেষ ষোলের প্রথম লেগে অলিম্পিয়াকোসকে আজ ৩-১ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। এই জয়ে ইউরোপার কোয়ার্টারে অনেকটাই এগিয়ে গেল আর্সেনাল। কারণ অলিম্পিয়াকোসকে কোয়ার্টারে উঠতে হলে দ্বিতীয় লেগে জিততে হবে চার গোলের ব্যবধানে। এটা মোটেও সহজ নয়।

গ্রিসে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে আর্সেনাল। ৬০ শতাংশ বলের দখল ধরে রাখা দলটি প্রথম গোল পায় ৩৪ মিনিটে। ধারে আসা মার্টিন ওদেগার্দের দারুণ এক দূর পাল্লার শটে ১-০ তে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধে আর গোল হয়নি। অলিম্পিয়াকোস সমতায় ফেরে ম্যাচের ৫৮ মিনিটে।

বিজ্ঞাপন

দানি কেবায়োসের ভুলে বল পেয়ে যান বিপদজনক স্থানে দাঁড়িয়ে থাকা ইউসেফ আল আরাবি। দূর পাল্লার শটে গোল করতে ভোলেননি অলিম্পিয়াকোস তারকা, ১-১। বেশিক্ষণ অবশ্য পরবর্তী গোলের জন্য অপেক্ষা করতে হয়নি আর্সেনালকে। ৭৯ মিনিটে কর্ণার কিকে লাফিয়ে উঠে দারুণ এক হেড করে আর্সেনালকে ২-১ তে এগিয়ে নেন গ্যাব্রিয়েল।

৮৫ মিনিটে ইংলিশ ক্লাবটির বড় জয় নিশ্চিত করেছেন মোহামেদ এলনেনি। ডি-বক্সের ভেতরে বল পেয়ে দারুণ এক শটে গোল করেন তিনি, ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। এরপর আর গোল না হওয়াতে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল।

এদিকে, অপর ম্যাচে ডায়নামো জাগরেরের বিপক্ষে নিজেদের মাঠে ২-০ তে জিতেছে টটেনহাম হটস্পার। টটেনহামের হয়ে দুটি গোলই করেছেন হ্যারি কেইন।

অলিম্পিয়াকোস আর্সেনাল উয়েফা ইউরোপা লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর