Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আম্পায়ার মাসুমের মৃত্যুতে বিসিবির শোক


১০ মার্চ ২০২১ ১৯:৫৯ | আপডেট: ১০ মার্চ ২০২১ ২১:১৭

আম্পায়ার আফজালুর রহমান মাসুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১০ মার্চ) রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার যথা সময়ে ফজরের নামায আদায় করেন আম্পায়ার মাসুম। তার পরপরই রাজধানীর মহাখালী ডিওএইচএস-এর নিজ বাড়িতে স্ট্রোক করেন তিনি। আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

বিজ্ঞাপন

তিন দশক ধরে প্রথম শ্রেণির ম্যাচ পরিচালনা করে আসছিলেন তিনি। গত কয়েক বছর স্থানীয় আম্পায়ারদের কোচের দায়িত্ব পালন করেছেন আফজালুর রহমান মাসুম। বিসিবির বিবৃতিতে মৃত্যের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

আম্পায়ার আফজালুর রহমান মাসুম বিসিবি বিসিবি'র শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর