Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের সঙ্গে যোগ দিচ্ছেন ভেট্টোরি


৯ মার্চ ২০২১ ১৫:৪৮ | আপডেট: ৯ মার্চ ২০২১ ১৬:৫৯

বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে ড্যানিয়েল ভেট্টোরি দলের সঙ্গে সবশেষ ছিলেন ২০২০ সালের জিম্বাবুয়ে সিরিজে। ঘরের মাঠে গড়ানো ওই সিরিজের টেস্ট ম্যাচ শেষ করেই দেশের বিমান ধরেন নিউজিল্যান্ডের কিংবদন্তি এই স্পিনার। ফলে এরপর আর কোন সিরিজেই তাকে দেখা যায়নি। সেই তিনি অবশেষে শিষ্যদের সঙ্গে যোগ দিচ্ছেন। কিউদের সঙ্গে সিরিজ শুরুর আগে ১১ মার্চ থেকে কুইন্সটাউনে অনুষ্ঠেয় বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে তাইজুল, মিরাজদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক এই ব্ল্যাকক্যাপস অধিনায়ক।

বিজ্ঞাপন

সব ঠিক থাকলে আগামীকাল বিকেল ৩টায় নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ দলের বাধ্যতামুলক ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে। কোয়ারেন্টাইন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কাল ক্রাইস্টচার্চের টিম হোটেল শ্যাটো অন দ্য পার্ক ছেড়ে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য সন্ধ্যায় কুইন্সটাউনের বিমান ধরবে বাংলাদেশ দল। পরশু থেকে শুরু হবে সিরিজ পূর্ব ‍মূল প্রস্তুতি। সেখানে দলের সঙ্গে দিবেন টাইগার স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ মার্চ) নিউজিল্যান্ড থেকে মুঠোফোনে সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের টিম লিডার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

তিনি বলেন, ‘কুইন্সটাউনে প্রস্তুতি ক্যাম্পে আমাদের সঙ্গে ভেট্টোরি যোগ দিবেন।’

আর এই সিরিজ দিয়েই বাংলাদেশ অধ্যায়ের সমাপ্তি টানবেন ড্যানিয়েল। কেননা বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ১শ দিন ক্জ করবেন, বিসিবি’র সঙ্গে এমন একটি চুক্তি করেছিলেন সাবেক নিউজিল্যান্ড দলপতি। যা নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শেষ হচ্ছে। এদিকে চুক্তি শেষ হলেও তার সঙ্গে চুক্তি নবায়ন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সঙ্গত কারণেই তার বিকল্প খুঁজতে হচ্ছে টাইগার ক্রিকেট প্রশাসনকে।

জালাল ইউনুস বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর