Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে এক সপ্তাহে ৫ কেজি ওজন কমেছে স্টোকসের

স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২১ ১৪:১৪

ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসে প্রথম টেস্ট জিতে বেশ ফুরফুমে মেজাজে ছিল ইংল্যান্ড। তবে পরের তিন টেস্টে টানা হেরে সিরিজ তো হাতছাড়া হয়েছেই সেই সঙ্গে হাতছাড়া হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জায়গাও। এদিকে ভারতের অসহ্য গরমে খেলতে এসে বেশ বড়সড় রকমের ঝামেলায় পড়েছে ইংলিশ ক্রিকেটাররা। ভারতের ৪১ ডিগ্রী তাপমাত্রাতে এক সপ্তাহে ৫ কেজি ওজন কমেছে স্টোকসের। সিরিজ হারের পর এমনটাই জানিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার

বিজ্ঞাপন

অবশ্য কেবল স্টোকস একাই নন তার সঙ্গে অন্যান্য সতীর্থদেরও কমেছে ওজন। এর মধ্যে ডম শিবলির ৪ কেজি এবং জেমস অ্যান্ডারসনেরও কমেছে ৩ কেজি। এমনকি জ্যাক লিচকে বোলিং বিরতির ফাঁকে ফাঁকে বাথরুমেও যেতে হয়েছে বলে জানিয়েছেন ইংলিশ এই অলরাউন্ডার।

সিরিজে হারার পাশাপাশি শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছেন বেন স্টোকস, জ্যাক লিচরা। আহমেদাবাদের শেষ ম্যাচটি খেলার সময় তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। এত গরমের সঙ্গে মানিয়ে নেয়ার অভ্যাস খুব একটা নেই ইংলিশ ক্রিকেটারদের।

ইংলিশ সংবাদমাধ্যম মিরর স্পোর্টকে এ কথা জানিয়ে স্টোকস বলেছেন, ‘খেলোয়াড়রা ইংল্যান্ড দলের প্রতি সবসময়ই অঙ্গীকারবদ্ধ। আমি কথাটি জোর দিয়ে বলতে পারছি কারণ, গত সপ্তাহে আমাদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিল, ৪১ ডিগ্রি তাপমাত্রায় খেলতে নেমে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি এক সপ্তাহের মধ্যে ৫ কেজি ওজন হারিয়েছি। অন্যদের মধ্যে ডম সিবলি ৪ কেজি এবং জিমি অ্যান্ডাসনের ৩ কেজি ওজন কমে গেছে। জ্যাক লিচ নিজের বোলিং স্পেলের ফাঁকে ফাঁকে মাঠের বাইরে চলে যাচ্ছিল এবং টয়লেটে স্বাভাবিকের চেয়ে বেশি সময় কাটাতে হয়েছে।’

সারাবাংলা/এসএস

ইংলিশ অলরাউন্ডার ওজন হারালেন পাঁচ কেজি ওজন কমেছে বেন স্টোকস ভারত বনাম ইংল্যান্ড

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর