Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের লঙ্কা সফরের সম্ভাব্য তারিখ ১২ এপ্রিল


৭ মার্চ ২০২১ ১৭:২৪ | আপডেট: ৭ মার্চ ২০২১ ১৭:২৮

গুটি গুটি পায়ে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের সকল রকম আয়োজন সম্পন্ন করতে যাচ্ছে আয়োজক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সপ্তাহ দুয়েক আগে জানা গিয়েছিল, তাদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে মধ্য এপ্রিলে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। আজ সফরের সম্ভাব্য তারিখও জানা গেল।

স্বাগতিক দেশটির বিপক্ষে দু্ই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে ১২ এপ্রিল (সম্ভাব্য) দেশটির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। লঙ্কায় পৌঁছে প্রায় এক সপ্তাহের কোয়ারেন্টাইন করবে সফরকারি টাইগাররা। এরপর স্বাগতিকদের সিরিজ খেলতে নামবে লাল সবুজের দল। সিরিজের দুটো ম্যাচই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজটি শেষ করে দেশে ফিরবে টাইগারর। এরপর ১৪- ১৫ দিনের বিরতি শেষে আবার একই প্রতিপক্ষের বিপক্ষে দেশের মাটিতে নামতে হবে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে গড়ান তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে। সেই সিরিজটি খেলতে ২০ মে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে।

রোববার (৬ মার্চ) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে সাংবাদিকদের একথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

চৌধুরী বলেন, ‘দুইটা টেস্ট এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল আগামী সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যান্য প্রটোকল যে সব আছে এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’

‘আসার পরে হয়ত আমরা ১৪-১৫ দিনের একটা গ্যাপ পাবো। আমরা আশা করছি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে আমাদের সাথে শ্রীলঙ্কার হোম সিরিজ হবার কথা তিন ম্যাচের ওডিআই সিরিজ এই তিনটা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা মে মাসের ২০ তারিখের দিকে বাংলাদেশে আসবে এবং ঈদের পরে যত দ্রুত সম্ভব।’ যোগ করেন নিজাম উদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন

করোনাভাইরাস সতর্কতায় ইতোমধ্যে দুইবার শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে। প্রথমবার স্থগিত হয়েছিল গেল বছরের জুনে, দ্বিতীয়বার অক্টোবরে। সব ঠিক থাকলে স্থগিত হয়ে যাওয়া সেই সিরিজটিই এবার মাঠে গড়াতে যাচ্ছে।

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে হতেই আবার ঘরের মাটিতে ওয়ানডে খেলার প্রস্তুতিতে নেমে পড়তে হবে তামিম ইকবালদের। কেননা বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে মে মাসে বাংলাদেশ সফরে আসছে লঙ্কানরা।

টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর