Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেভান্ডোফস্কির হ্যাটট্রিকে ম্লান হালান্ডের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক
৭ মার্চ ২০২১ ০৯:০৫

জার্মান বুন্দেস লিগা সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি বায়ার্ন মিউনিখ ও বুরুশিয়া ডর্টমুন্ড। যেখানে দেখা মিলল আর্লিং হালান্ড ও রবার্ট লেভান্ডোফস্কির ধ্রুপদি লড়াইয়ের। হালান্ডের জোড়া গোলের জবাব হ্যাটট্রিক করে দিলেন লেভান্ডোফস্কি। আর তাতেই বায়ার্ন ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জিতে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে।

অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের বয়স তখন মাত্র দুই মিনিট। থমাস ডিলনের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত এক গোল করে বুরুশিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন হালান্ড। এই রেশ কাটতে না কাটতেই ম্যাচের ৯ মিনিটের মাথায় থরগান হ্যাজার্ডের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করে বুরুশিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন হালান্ড।

বিজ্ঞাপন

তবে ম্যাচে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি বায়ার্ন। ২৬তম মিনিটে কাছ থেকে ব্যবধান কমানো লেভান্ডোফস্কি। বিরতির আগে স্পট কিকে সমতা ফেরান। ডি-বক্সে কিংসলে কোমান ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও জালের দেখা পাচ্ছিল না বায়ার্ন। ড্রয়ের দিকেই গড়াচ্ছিল ম্যাচ। কিন্তু বায়ার্নের শেষের ঝড়ে এলোমেলো হয়ে যায় ডর্টমুন্ড।

ম্যাচের ৮৮ মিনিটের মাথায় বাভারিয়ানদের ম্যাচে প্রথমবারের মতো লিড এনে দেন লিওন গোরেতজেকা। আর খেলার একদম অন্তিম মুহূর্তে ডি-বক্সের মাথা থেকে নিচু শটে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন লেভান্ডোফস্কি।

বুন্ডেসলিগায় এটি তার ১২তম হ্যাটট্রিক। আসরের সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কির গোল হলো ৩১টি। জার্মানির শীর্ষ লিগে পোলিশ এই স্ট্রাইকারের চেয়ে বেশি হ্যাটট্রিক আছে কেবল জার্ড মুলারের।

বিজ্ঞাপন

এই জ্যে ২৪ ম্যাচে ১৭ জয় ও চার ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

সারাবাংলা/এসএস

জার্মান বুন্দেস লিগা বায়ার্ন মিউনিখ বনাম বুরুশিয়া ডর্টমুন্ড বুন্দেস লিগা রবার্ট লেভান্ডোফস্কি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর