নতুন সূচনার লক্ষ্যে নতুন নেতৃত্বে মোহামেডান
৬ মার্চ ২০২১ ২২:৫৯ | আপডেট: ৬ মার্চ ২০২১ ২৩:০৪
মোহামেডান তাদের গৌরবময় ঐতিহ্য হারিয়েছে অনেক আগেই। সাংগঠনিক দুর্বলতা আর সম্প্রতিকালের ক্যাসিনোকাণ্ডে মোহামেডান এখন জং ধরা এক নামী তলোয়াড় মাত্র। ক্লাবের কোনকিছুই ঠিক নেই, মাঠের ফুটবলে জীর্ণ দশা। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির এমন অবস্থা যে হোম ভেন্যু সরিয়ে নিতে হয়েছে ঢাকার বাইরে! নানান বিতর্ক, আর্থিক বিপত্তিতে মোহামেডানের ঐতিহ্যে পড়েছে ধুলোর আস্তরণ। সেই ধুলো ঝেড়ে ফেলার লক্ষ্যে নতুন নেতৃত্বে এলো দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
মোহামেডানের আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল আজ শনিবার(৬ মার্চ)। নতুন সভাপতি কে হবেন সেটা আগেই জানা ছিল। সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন একজনই, জেনারেল (অব.) মো. আব্দুল মুবীন। ফলে সভাপতির দায়িত্ব পাচ্ছেন সাবেক এই সেনা কর্মকর্তাই।
আগ্রহ ছিল পরিচালকদের নির্বাচন নিয়ে। ১৬টি পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছিল ২০টি। শনিবার রাজধানীর একটি হোটেলে বেশ জাকজমকভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটাভুটির মাধ্যমে যে ১৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন তারা হলেন- মাসুদুজ্জামান, মো. হানিফ ভূঁইয়া, আবু হাসান চৌধুরী প্রিন্স, খোজেস্তা-নূর-ই-নাহরিন, জামাল রানা, কাজী ফিরোজ রশীদ এমপি, মাহবুব-উল আনাম, প্রকৌশলী গোলাম মো. আলমগীর, প্রকৌশলী কবির আহমদ ভূঁইয়া, মইন উদ্দিন হাসান রসিদ, মোস্তফা কামাল, শফিকুল ইসলাম মহিউদ্দিন এমপি, সিদ্দিকুর রহমান, দাতো মো. ইকরামুল হক, মো. মঞ্জুর আলম এবং এ. জি. এম সাব্বির।
পরিচালক পদে নির্বাচন করে হেরে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, কামরুন নাহার ডানা, মো. মোস্তাকুর রহমান ও সাজেদ এ আদেল।
পরিচালক বাছাইয়ের এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল মোট ৩৩৭টি। ভোট পড়েছে ২৩৯টি। তার মধ্যে ভোট বাতিল হয়েছে ৭টি।
নির্বাচনের আগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আট বছর পর অনুষ্ঠিত হওয়া সাধারণ সভাতে অসংগতিও ছিল। নিয়ম অনুযায়ী সভায় উপস্থিত থাকার কথা বিদায়ী পরিচালনা পর্যদের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার। কিন্তু সভায় যোগ দেননি তিনি। অনেকে মনে করছেন, ক্যাসিনোকাণ্ডে জড়িয়ে কীভাবে মাহামেডানের সর্বনাশ হলো, কীভাবে ক্লাবটির ঐতিহ্য ধ্বংস হলো এসব প্রশ্নের মুখে পড়তে হবে বলেই সভায় যোগ দেননি তিনি। অবশ্য সভা শেষে এসেছিলেন মোহামেডানের আলোচিত এই কর্তা। লোকমান হোসেন ভূঁইয়ার অনুপস্থিতিতে সভা পরিচালনা করেন অন্তবর্তীকালীন সভাপতি অ্যাটর্নি জেনারেল এম এ আমিন উদ্দিন।
এই মুহূর্তে আর্থিক টানাপোড়ন মোহামেডানের অন্যতম সমস্যা। জানা গেছে, আর্থিকভাবে সহায়তা করতে পারবেন এমন লোকদের বোর্ডে আনার আলোচনা হয়েছে সভায়। পাশাপাশি নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত করার প্রসঙ্গে কথা হয়েছে।
সম্প্রতি ক্লাবটির গত ৮ বছরের আয়-ব্যায়ের হিসেব অনুমোদন করা হয়েছে। হিসেবে বলা হয়েছে, এই সময়ে মোহামেডানের আয় ৫৬ কোটি টাকা, আর ব্যয় ৬৩ কোটি টাকা।