Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ গেমসে প্রমিলা নীল দলের শুভ সূচনা


৬ মার্চ ২০২১ ১৬:২১

৯ম বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্টের উদ্বোধনী ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নীল দল। তরুণ ফারিহা তৃষ্ণার পেস আগুনে লাল দলকে একশর আগেই গুটিয়ে দিয়ে পরে ১০ উইকেটে ম্যাচ জিতেছে নীল দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাল দলের ব্যাটিং বিপর্যয়ের শুরুটা করেছিলেন নীল দলের পেসার জাহানারা আলম। ইনিংসের তৃতীয় ওভারে লাল দলের ওপেনার শারমিন সুপ্তাকে সরাসরি বোল্ড করেন জাহানারা। তারপর তরুণ ফারিহা তৃষ্ণা রীতিমতো নাকাল করে ছেড়েছেন লাল দলের ব্যাটারদের। লাল দলের মিডল অর্ডার ও লোয়ার অর্ডারকে স্রেফ উড়িয়ে দিয়েছেন তরুণ পেস বোলার।

বিজ্ঞাপন

নিজের তৃতীয় ওভারে নিগার সুলতানাকে বোল্ড করে শুরু, ফারিহার কোটার দশ ওভার যখন শেষ হলো তার নামের পাশে ছয়টি উইকেট! ১০ ওভার বোলিং করে মাত্র ১৪ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছেন তরুণ পেসার।

ফারিহা তোপে ২৮.১ ওভারে লাল দলের ইনিংস থেমেছে মাত্র ৬৩ রানে। দলটির হয়ে সর্বোচ্চ ২১ রান করেছেন জিন্নাত অর্থি। জিন্নাত ছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল রুবাইয়া হায়দার ঝিলিক (১০)। নীল দলের অপর বোলারদের মধ্যে সালমা খাতুন ২টি, জাহানারা আলম ও সুবহানা মোস্তারি ১টি করে উইকেট নিয়েছেন।

পরে জবাব দিতে নেমে নীল দলের দুই ওপেনার শারমিন সুলতানা ও মুর্শিদা খাতুন লাল দলের বোলিং আক্রমণকে কোনো সুযোগই দেননি। ১৫.৫ ওভারে কোনো উইকেট না হারিয়েই দশ উইকেটের জয় নিশ্চিত করেছেন দুজন। ৫৪ বল খেলে ৫টি চারের সাহায্যে ৩১ রান করে অপরাজিত ছিলেন শারমিন। ৪১ বলে ৩ চারে ২৫ রান করে অপরাজিত ছিলেন মুর্শিদা।

উল্লেখ্য, জাতীয় দল, ইমার্জিং দল ও অনূর্ধ্ব-১৯ নারী দল তিন ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্ট খেলছেন। সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মোট চারটি ম্যাচ। শীর্ষ দুই দলের মধ্যে ফাইনাল হবে ১২ মার্চ।

বিজ্ঞাপন

বাংলাদেশ লাল দল: রাবেয়া হায়দার ঝিলিক, মোসাম্মৎ শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), লতা মন্ডল, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জিন্নাত এশিয়া অর্থি, সুরাইয়া আজমিম, লাবনি আক্তার, পূজা চক্রবর্তী, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, সাবাকুম নাহার চৈতি,লেকি চাকমা, রাবেয়া খাতুন ও মোসাম্মৎ মর্জিনা আক্তার মিম।

বাংলাদেশ নীল দল: মুর্শিদা খাতুন, ফারজানা হক পিঙ্কি, একা মল্লিক, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), ইশমা তানজিম, সালমা খাতুন, সোবহানা মোসতারি, জাহানারা আলম, মুমতা হেনা হাসনাত, রাবেয়া, ফারিয়া ইসলাম তৃষ্ণা, ফাল্গুনি চৌধুরী বণ্যা, উন্নতি আক্তার, স্বর্ণা আক্তার ও রেয়া আক্তার শিখা।

জাহানারা আলম টপ নিউজ বাংলাদেশ গেমস সালমা খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর