Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলোয়াড়দের ওপর চাপ কমানোর পরামর্শ মাশরাফির


৫ মার্চ ২০২১ ২১:০৫ | আপডেট: ৫ মার্চ ২০২১ ২১:১০

বাংলাদেশ সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বেই। সময়ের পরিক্রমায় সেই মাশরাফি এবার দলেই নেই! নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক। তারপর আর দলে ডাকা হয়নি তাকে। নিউজিল্যান্ডের কন্ডিশন এশিয়ার দলগুলোর জন্য বরাবরই কঠিন। মাশরাফি সেটা ভালো করেই জানেন। তারপরও সেখানে ভালো করা সম্ভব বলছেন। তবে দলের ওপর অপ্রয়োজনীয় প্রত্যাশার চাপ চাপিয়ে দেওয়া থেকেও বিরত থাকতে বলেছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৫মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে অতিথি হয়ে গিয়েছিলেন সাংসদ মাশরাফি। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে স্বাভাবিকভাবেই উঠল নিউজিল্যান্ড সফরের প্রসঙ্গ।

মাশরাফি বলছিলেন, ‘আমরা সবাই জানি নিউজিল্যান্ডে খেলা কঠিন। আর সাকিবও যায়নি সফরে, অতএব বলতে হবে কঠিন। তবে যাওয়ার আগে দল যেভাবে কথা বলেছে সেটা খুবই পজিটিভ। এবং আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ ভালো করবে। তবে আমার কাছে মনে হয় না টিমকে অপ্রয়োজনীয় বেশি চাপ দেওয়া উচিত। আমরা সবাই জানি কঠিন কন্ডিশন। ওখানে আমরা যদি এখান থেকে ভালোভাবে সাপোর্ট দিই, সাপোর্টের অবশ্যই বিভিন্ন ধরণ আছে। ওই চাপটা থেকে যদি ওদের মুক্ত করে দেই তাহলে আমি শিওর যে তারা ভালো খেলতে পারবে। হারজিত অবশ্যই আছে, আমার বিশ্বাস ওরা ভালো করবে যদি আমরা চাপটা ওদের ওপর কমিয়ে দেই।’

নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার উইকেটে ইদানিং সাড়ে তিনশ রানও নিরাপদ সংগ্রহ নয়। আরামছে তা পেরিয়ে জিততে দেখা যায় দলগুলোকে। ফলে মাশরাফি মনে করেন, উইকেট পেস বান্ধব হলেও পেসাররা সেখানে বিপদেও থাকেন। এসবের মধ্যে তখনই সফল্য আসবে যদি ক্রিকেটারদের চাপমুক্ত করা যায়।

মাশরাফি বলেন, ‘আপনার কি মনে হয় ওইখানে পেস উইকেট থাকবে? আমাদের এটা বুঝতে হবে যে আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া গেলে সবাই এক তরফা কথা বলে যে উইকেট সিমিং কন্ডিশন। কিন্তু আসলে এইগুলা তো আরও ২০ বছর আগে শেষ হয়ে গেছে। এখন তো ফ্ল্যাট উইকেট। বাংলাদেশে ২৫০ রান করা কঠিন হয়, কিন্তু ওইখানে ৩০০-৩৫০ করে আবার চেইজও হয়ে যায়। অতএব ওইখানে পেসারদের জন্য আরও কঠিন। এইখান থেকেও ওরা ভালো করতে পারবে, যে অ্যাবিলিটি ওদের আছে। কিন্তু আমি আগেও বললাম যে প্রতিটি খেলোয়াড়ের ওপর থেকে চাপ কমিয়ে দিতে হবে। ওরা মন খুলে যদি খেলাটা খেলতে পারে, কোনো চাপ না থাকে, তাহলে অবশ্যই ভালো খেলবে।’

বিজ্ঞাপন

‘আমাদের প্রবলেম হচ্ছে আমরা খেলোয়াড়দের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে দেই। ওই চাপটা কমিয়ে আনতে হবে বোর্ডের পক্ষ থেকে, সিলেক্টারদের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে। অতএব তাদেরকে (ক্রিকেটার) সাপোর্ট করাটা খুব গুরুত্বপূর্ণ, আশা করি সাপোর্ট করলে ওরা ভালো খেলবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গত মাসের শেষ দিকে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ মাশরাফি বিন মুর্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর