মোস্তাফিজকে জোর করবে না রাজস্থান রয়্যালস
৪ মার্চ ২০২১ ১৭:৪৭
আইপিএল ফ্র্যাঞ্জাইজি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর বলেছেন, বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনা করে মোস্তাফিজুর রহমানকে আইপিএলে তাদের হয়ে খেলতে জোর করবেন না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য ইতোমধ্যেই জানিয়েছেন, বাঁহাতি এই পেসারকে অনাপত্তি পত্র দিতে তারা কার্পণ্য দেখাবেন না। কিন্তু মোস্তাফিজ দেশের স্বার্থকেই আগে দেখছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আসন্ন শ্রীলঙ্কা সিরিজে দলে ডাক পেলে তিনি আইপিএলে না খেলে দেশের হয়েই খেলবেন। তবে যদি টিম ম্যানেজমেন্ট তাকে দলে না রাখে সেক্ষেত্রে তিনি আইপিএলে খেলবেন। এবারের আইপিএলে তার ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুরও তার সুরেই সুর মেলালেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে এসে একথা জানান রঞ্জিত বারঠাকুর।
তিনি বলেন, ‘ফিজ’কে (মোস্তাফিজুর রহমান) আমরা আমাদের দলে নিয়েছি, তার জন্য আমরা বিড করেছি। সম্ভবত সে খেলবেও কিন্তু দেশের প্রতি তার দায়িত্ব আগে, এরপর রাজস্থান রয়্যালস। অতএব দেখি কি হয়। আমার ধারণা সে জাতীয় দলে ডাক পাবে, যদি সেটা না হয় আমরা তো আছিই।’
রঞ্জিত এসময় আরও বলেন বাংলাদেশে তারা রাজস্থান রয়্যালসের ফ্যান বেইজ খুলতেও বেশ আগ্রহী।
একটি বিষয় হলো, এদেশে আমাদের বেশ ভালো ফ্যান বেইজ আছে। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের পরেই আমাদের ফ্যান বেইজ তিন নম্বরে। অতএব আমরা বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতে আমাদের ফ্যান বেইজ বাড়াতে চাই।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই এদিন হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিদর্শন করেন রাজস্থান রয়্যালসের প্রতিনিধি দল।চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর ও তার প্রতিনিধিরা ভেন্যুর প্রেসিডেন্টস বক্স থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধাদি ঘুরে ঘুরে দেখেন। ভালো খবর হলো, বাংলাদেশের হোম ভেন্যুর সুযোগ সুবিধাদি দেখে তারা বেশ তুষ্ট।
সারাবাংলা/এমআরএফ/এসএস
আইপিএল টপ নিউজ মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস চেয়ারম্যান