আইপিএলে আসল ক্রিকেট অনুপস্থিত, বলছেন স্টেইন
২ মার্চ ২০২১ ২১:১০ | আপডেট: ২ মার্চ ২০২১ ২১:১২
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগগুলোর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সেরা মনে করা হয়। অর্থের ঝনকানিতে ক্রিকেট তারকাদের মেলা বসে আইপিএলে। চাকচিক্য, জৌলুসেরও অভাব থাকে না। এসবের মধ্যে আসল ক্রিকেটটাই যেন খুঁজে পান না দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন।
কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন স্টেইন। পিএসএলের সঙ্গে আইপিএলের তুলনা করতে গিয়ে ওই কথাটা বলেছেন স্টেইন। ‘স্টেনগানে’র মতে, আইপিএলের চেয়ে পিএসএল বা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের মতো লিগগুলো ক্রিকেটারদের জন্য বেশি কার্যকারী।
স্টেইন বলেছেন, ‘আমি বুঝতে পেরেছি যে, ক্রিকেটার হিসেবে (পিএসএলসহ) এসব অন্যান্য লিগে খেলাটাই বেশি কার্যকরী। আমার মতে, যখন আইপিএলে খেলতে যাবেন, তখন বিশাল স্কোয়াড, বড় বড় সব নামের ভিড়ে পড়তে হবে। এর সঙ্গে একটা আলোচনা লেগেই থাকে যে, একজন খেলোয়াড় কত টাকা আয় করছে। তো এতকিছু মাঝে প্রায়ই ক্রিকেটটা হারিয়ে যায়।’
স্টেইনের বিশ্লেষণ, পিএসএলের মতো লিগগুলোতে ক্রিকেটকেন্দ্রীক বিষয়গুলোই বেশি গুরুত্বপ পায়। একজন অন্যজনের সহযোগিতা পায়, জুনিয়ররা সিনিয়রদের কাছে দীক্ষা নেয়। কিন্তু আইপিএলে অর্থের ঝনকানিতে সেসব যেন মিলিয়ে যায়!
প্রোটিয়া তারকা বলেন, ‘আপনি যখন পিএসএল বা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যান, এখানে ক্রিকেটের গুরুত্ব আছে। আমি এখানে (পিএসএল) এসেছি মাত্র কয়েকদিন হয়েছে। এরই মধ্যে আমার রুমে কেউ না কেউ সবসময় থাকেই। সবাই জানতে চায় খেলার ব্যাপারে, আমি কোথায় খেলেছি, কীভাবে এতদূর এসেছি। অথচ আমি যখন আইপিএলে যাই, তখন এ জিনিসগুলো বেমালুম হারিয়ে যায় এবং মূল বিষয় হয়ে যায় আইপিএল থেকে আমি কত টাকা পাচ্ছি?’
স্টেইন জানালেন সেই কারণেই মূলত গত আইপিএল থেকে সড়ে দাঁড়িয়েছিলেন তিনি, ‘সত্যি বলছি আমি, এসব থেকে দূরে থাকতে চেয়েছি। আমি এমন কোথাও খেলার সিদ্ধান্ত নিয়েছি যেখানে ক্রিকেটের ভালো পরিবেশ আছে।’