বাংলাদেশ গেমসের জন্য নারী দল ঘোষণা
২ মার্চ ২০২১ ১৯:২২ | আপডেট: ২ মার্চ ২০২১ ১৯:২৪
আসন্ন ৯ম বাংলাদেশ গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। গেমসে নারীদের বাংলাদেশ লাল, বাংলাদেশ নীল ও বাংলাদেশ সবুজ এই তিন দলে বিভক্ত করা হয়েছে। যেখানে অংশ নিবেন জাতীয়, ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ দলের প্রমিলা ক্রিকেটাররা। প্রতিটি দলেই রাখা হয়েছে ১৫ জন করে ক্রিকেটার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ মার্চ শুরু হবে বাংলাদেশ গেমসের মিশন। আর শেষ হবে ১২ মার্চ। ওয়ানডে ফর্মেটে সিঙ্গেল লিগ পদ্ধতিতে ফাইনালসহ মোট চারটি ম্যাচ খেলবে মেয়েরা।
মঙ্গলবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
এদিকে গেমস সামনে রেখে আজই টিম হোটেলে উঠে গেছেন সালমা, রুমানারা। ৩, ৪ ও ৫ মার্চ অনুশীলন শেষে ৬ মার্চ নেমে পড়বেন গেমসের মিশনে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে লাল ও নীল দলের মধ্যে। ৮ মার্চ দ্বিতীয় ম্যাচে সবুজ দলের মোকাবেলা করবে নীল দল। ১০ মার্চ লিগ পর্বের শেষটিতে লাল দলের মুখোমুখি হবে সবুজ দল। এখান থেকে উঠে আসা দুই ফাইনালিস্ট শিরোপার মহারণে নামবে ১২ মার্চ।
এবার আসুন দেখে নেই তিন দলে কারা কারা খেলবেন।
বাংলাদেশ লাল দল: রাবেয়া হায়দার ঝিলিক, মোসাম্মৎ শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), লতা মন্ডল, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জিন্নাত এশিয়া অর্থি, সুরাইয়া আজমিম, লাবনি আক্তার, পূজা চক্রবর্তী, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, সাবাকুম নাহার চৈতি,লেকি চাকমা, রাবেয়া খাতুন ও মোসাম্মৎ মর্জিনা আক্তার মিম।
বাংলাদেশ নীল দল: মুর্শিদা খাতুন, ফারজানা হক পিঙ্কি, একা মল্লিক, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), ইশমা তানজিম, সালমা খাতুন, সোবহানা মোসতারি, জাহানারা আলম, মুমতা হেনা হাসনাত, রাবেয়া, ফারিয়া ইসলাম তৃষ্ণা, ফাল্গুনি চৌধুরী বণ্যা, উন্নতি আক্তার, স্বর্ণা আক্তার ও রেয়া আক্তার শিখা।
বাংলাদেশ সবুজ দল: মোসাম্মৎ শারমিন সুলতানা, সানজিদা ইসলাম, টুম্পা খাতুন (উইকেটরক্ষক), রুমানা আহমেদ, মোসাম্মৎ রিতু মনি, সুমাইয়া আক্তার, পান্না ঘোষ, সানজিদা আক্তার মেঘলা, সানদিহা ইসলাম আশা, খাদিজা-তুল-কুবরা, মিস্টি রানি সাহা, জান্নাতুল মাওয়া, দিশা বিশ্বাস. দিলারা আক্তার দোলা ও মারুফা আক্তার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ গেমস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম