Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেকোনো দলকে হারাতে পারে বাংলাদেশ: তামিম


১ মার্চ ২০২১ ২১:২৪

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। মন খারাপ নিয়েই নিউজিল্যান্ডগামী বিমানে উঠতে হয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের। কারণ দেশ ছাড়া কয়েকদিন আগেই যে খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের মাঠে ওভাবে হারার পর আত্মবিশ্বাস কমার কথাই বাংলাদেশি ক্রিকেটারদের। তবে নিউজিল্যান্ডে গিয়ে ওসব না ভেবে একত্রে পারফর্ম করে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছেন ক্রিকেটাররা। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বললেন, বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বাস করে তারা বিশ্বের যে কোনো দলকেই হারিয়ে দিতে পারে।

বিজ্ঞাপন

সোমবার (১ মার্চ) তামিম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার এটা প্রথম বিদেশ সফর অধিনায়ক হিসাবে। আমি আশাবাদী। আমি নিশ্চিত প্রথম ওয়ানডে শুরু হবার আগে আমাদের যে প্র্যাকটিস সেশন আছে সেখানে আমরা দল হিসাবে তৈরি হতে পারব। সত্যি কথা দলের সবার সাথে কথা বলে আমি যা অনুভব করি, সবাই ভালো করতে চায় বাংলাদেশ দলের জন্য। আমরা আশাবাদী ইনশাআল্লাহ, দেখা যাক।;

‘যেটা আমি সবসময়ই বলি বাংলাদেশ দলের ঐ সক্ষমতা সবসময়ই আছে। যদি আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করি, সবাই যদি আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি, সবাই একসাথে ভালো পারফর্ম করি আমরা যেকোন দলকে হারাতে পারি। এটা আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত দলের সবাই-ই এটা বিশ্বাস করে। আমরা সবাই আশাবাদী।’

নিউজিল্যান্ডে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে চলতি মার্চের ২০ তারিখ থেকে। আর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মার্চ।

তামিম ইকবাল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর