Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কা সিরিজের সূচি খুব শিগগিরই


১ মার্চ ২০২১ ১৭:০০ | আপডেট: ১ মার্চ ২০২১ ১৮:১৯

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে মধ্য এপ্রিলে দেশটি সফরের কথা রয়েছে টিম বাংলাদেশের। সফরে একই ভেন্যুতে ম্যাচ দুটি খেলবে দুই দল। কিন্তু কবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি বলছে আগামী দু-চার দিনের মধ্যেই তা জানা যাবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে ‍দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলার বিষয়টি ইতোমধ্যেই চূড়ান্ত করেছে আয়োজক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এর প্রেক্ষিতে ম্যাচ দুটোতে অংশ নিতে এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে দেশটি সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সেই সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। বিসিবি অবশ্য বলছে খুব শিগগিরই তা চূড়ান্ত হবে।

বিজ্ঞাপন

সোমবার (১ মার্চ) সারাবাংলাকে এতথ্য দিলেন বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

চৌধুরী জানালেন, ‘এটা একটু পরে জানতে পারবেন। এখনও সিদ্ধান্ত হয়নি। আরও দুই চার দিন লাগবে।’

করোনাভাইরাস সতর্কতায় ইতোমধ্যে দুইবার শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে। প্রথমবার স্থগিত হয়েছিল গেল বছরের জুনে, দ্বিতীয়বার অক্টোবরে। সব ঠিক থাকলে স্থগিত হয়ে যাওয়া সেই সিরিজটিই এবার মাঠে গড়াতে যাচ্ছে।

লঙ্কানদের বিপক্ষে টিস্ট সিরিজ শেষ হতেই আবার ঘরের মাটিতে ওয়ানডে খেলার প্রস্তুতিতে নেমে পড়তে হবে তামিম ইকবালদের। কেননা বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে মে মাসে বাংলাদেশ সফরে আসবে লঙ্কানরা।

নিজামউদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর