Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোলনের জালে বায়ার্নের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১৭

ঘরের মাঠে কোলনের জালে গুনে গুনে পাঁচবার বল জড়িয়েছে বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভান্ডোফস্কি আর সার্জ গ্ন্যাব্রির জোড়া গোলের সঙ্গে বাকি একটি গোল করেন চুপো মোটিং। ৫-১ গোলের এই জয়ে পাঁচ পয়েন্টের ব্যবধানে বুন্দেস লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান পোক্ত করল বাভারিয়ানরা।

অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই কোলনের ওপর চড়াও হয় হানসি ফ্লিকের দল। খেলা শুরুর মাত্র ১৮ মিনিটের মাথায় চুপো মোটিংয়ের গোলে লিড নেয় বায়ার্ন। আর ৩৩ মিনিটের মাথায় দলের লিড দ্বিগুণ করেন রবার্ট লেভান্ডোফস্কি। চলতি মৌসুম বুন্দেস লিগায় এটি লেভান্ডোফস্কির ২৮তম গোল। ইউরোপের সেরা পাঁচ লিগের ভেতর তিনিই সর্বোচ্চ গোলদাতা।

বিজ্ঞাপন

চুপো মোটিং আর লেভার গোলে প্রথমার্ধে ওই ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন। বিরতি থেকে ফিরেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় কোলন। ৪৯ মিনিটে স্কিহিরির গোলে ব্যবধান ২-১ করে কোলন। তবে খুব বেশি সময় আর ম্যাচে নিজেদের ধরে রাখতে পারেনি কোলন। ম্যাচের ৬৫ মিনিটে থমাস মুলারের রবার্ট লেভান্ডোফস্কি নিজের দ্বিতীয় গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।

এরপর ম্যাচের শেষ ১০ মিনিটে সার্জ গ্ন্যাব্রির জোড়া গোলে ৫-১ গোলের বিশাল জয় নিশ্চিত করে বায়ার্ন। খেলার ৮২ মিনিটে লুকাস হার্নান্দেজের অ্যাসিস্ট থেকে দলের চতুর্থ গোল করেন গ্ন্যাব্রি। আর এর ঠিক চার মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন গ্ন্যাব্রি। এই গোলের যোগানদাতাও লেওন গোরেতজেকা। দলের পাঁচ গোলের তিনটির যোগানদাতাই গোরেতজেকা।

এই জয়ে বুন্দেস লিগার ২৩ ম্যাচে ১৬ জয়, চার ড্র আর তিন হারে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আরবি লাইপজিগ। ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ডর্টমুন্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

বায়ার্ন মিউনিখ বনাম কোলন বায়ার্নের বড় জয় বুন্দেস লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর