প্রস্তুতি ভালোই চলছে জাহানারাদের
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৯ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩০
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রস্তুতি শুরু হয়েছিল ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে। পেস বোলিং তারকা জাহানারা আলম জানালেন, প্রস্তুতি ভালোই হচ্ছে মেয়েদের।
করোনাভাইরাসের কারণে নারী দলের বেশিরভাগ ক্রিকেটারই ক্রিকেটের বাইরে ছিলেন অনেকদিন ধরে। ঠিকভাবে অনুশীলনের সুযোগও মিলেনি। সে হিসেবে সিরিজের আগে ভালো একটা অনুশীলন ক্যাম্পের প্রয়োজন ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই উদ্যোগ নিয়েছেও। জাহানারার কথাতেও তার প্রমাণ মিলল।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) জাহানারা সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজকে সামনে রেখে। সিলেটে একটা ক্যাম্প করেছি আমরা। যেহেতু পুরো গ্রাউন্ড ব্যবহারের সুযোগ ছিল, ইনডোর থেকে সেন্টার উইকেট পর্যন্ত। ওখানে ১০টার মত ৫০ ওভারের ম্যাচ খেলেছি আমরা। ওখান থেকে নিয়ে আসা প্রস্তুতিটা এখানে কেবল নিজেদের ঝাঁলিয়ে নিচ্ছি ফিটনেসের দিকে থেকে।’
অনেকদিন ক্রিকেটের বাইরে থাকার কারণে ফিটনেসে যে সমস্যা তৈরি হয়েছিল সেটার সমাধানও হয়েছে বললেন জাহানারা, ‘আমার মনে হয় ট্রেনার খুশি হবেন যে আমরা মোটামুটি অ্যাভারেজ একটা ফিটনেসে আছি। কিছু প্লেয়ারের ফিটনেস আরও ভালো হয়েছে, উন্নতি হয়েছে। অ্যাভারেজ দেখতে গেলে মোটামুটি ভালো পজিশনেই আছি, আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ফিট।’
‘যদি আমি একটা উদাহরণ দিই- আমি এবং সালমা কিন্তু আইপিএল খেলে এসেছি। যদিও ওটা টি-টোয়েন্টি। ওটার ইন্টেন্সিটি কিন্তু হাই ছিল আমাদের দুজনেরই। এরপর সিলেটে ৫০ ওভারের ম্যাচ খেলেছি ১০টা। সেখানে সবাই মোটামুটি ফিট ছিল, কেউ ইনজুরিতে পড়েনি। এদিক থেকে আমি বলতে পারি তারা যথেষ্ট ফিট। স্কিলের দিক থেকে যদি বলি আমাদের সেঞ্চুরি ছিল, পাঁচ উইকেট হয়নি তবে ৪ উইকেট ৩ উইকেট ছিল। বোলাররা ভালো করেছে। সবকিছু মিলিয়ে বলা যায় আমরা প্রস্তুত।’
উল্লেখ্য, বাংলাদেশ নারী দলের বিপক্ষে ৫টি ওয়ানডে খেলতে ২৮ মার্চ বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। সিরিজ শুরু হবে ৪ এপ্রিল। তার পরের ম্যাচগুলো যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
জাহানারা আলম দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল বাংলাদেশ নারী ক্রিকেট দল