ডিভোর্স নিয়ে নাসির-তামিমার দাবি মিথ্যা: রাকিব
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪১
বিচ্ছেদ সম্পূর্ণ হওয়ার পরই বিয়ে করেছেন— ক্রিকেটার নাসির হোসেন ও তার নববধূ তামিমা হোসেন তাম্মির এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন তামিমার প্রথম স্বামী রাকিব হাসান। ডিভোর্সের কোনো কাগজ পাওয়া তো দূরের কথা, বিষয়টি মৌখিকভাবেও জানেন না বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) নাসির হোসেন ও তামিমা তাম্মির সংবাদ সম্মেলনের পরপরই সারাবাংলার পক্ষ থেকে যোগাযোগ করলে রাকিব হাসান এমন দাবি করেন।
রাকিব বলেন, ‘আমি ডিভোর্সের কোনো কাগজ পাইনি। ডিভোর্স যে দিয়েছে সেটা আমি কিংবা আমার পরিবারের কেউই জানে না।’
গত কয়েক বছর আলাদা থাকলেও তামিমার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল দাবি করে রাকিব বলেন, ‘সে (তামিমা) বলেছে, ২০১৭ সালে ডিভোর্স দিয়েছে আমাকে। কিন্তু তারপরও তো আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছে, মেলামেশা করেছে। আমি অবশ্যই (ডিভোর্স হয়েছে এই দাবি) চ্যালেঞ্জ করব।’
এর আগে, সংবাদ সম্মেলনে তামিমা বলেছিলেন, তিনি ফ্লাইটে দেশের বাইরে থাকার সময় সন্তানকে দেখতে আসার নাম করে রাকিব তাদের সন্তানকে ‘চুরি করে’ নিয়ে গেছেন। তামিমার এই বক্তব্যকেও মিথ্যা বলে দাবি করেন রাকিব।
তিনি বলেন, ‘এটি পুরোপুরি বানানো কথা। আমাকে বাচ্চার সঙ্গে দেখা করতে দিতেন না আমার শাশুড়ি। পরে তামিমার সঙ্গে কথা বলে আমি বাচ্চাকে নিয়ে এসেছি এবং এটা সবাই জানে।’
এর আগে, বুধবার বিকেলে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলন ডেকে নাসির হোসেন ও তামিমা হোসেন তাম্মি দাবি করেন, তামিমা প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার পরই বিয়ে করেছেন তারা। তামিমা তাম্মি দাবি করেন, তিনি প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছেন ২০১৭ সালে।
গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা হোসেন তাম্মি। তার পরপরই তামিমার প্রথম স্বামী রাকিব দাবি করেছিলেন, তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। এই অভিযোগে নাসির-তামিমাকে আসামি করে মামলাও করেছেন রাকিব হাসান।
আরও পড়ুন-
- বিয়ের পিঁড়িতে নাসির হোসেন
- ক্রিকেটার নাসির দম্পতির বিরুদ্ধে মামলা
- সব ধরনের আইন মেনেই বিয়ে করেছি: নাসির-তামিমা
- অন্যের বউকে বিয়ে করলেন ক্যান— নাসিরকে তামিমার প্রথম স্বামী
- বিয়ে-তালাকের ডিজিটাল নিবন্ধন চেয়ে তামিমার প্রথম স্বামীর নোটিশ