নিউজিল্যান্ডে পৌঁছেছে টাইগাররা
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৪
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ক্রাইস্ট চার্চে অবতরণ করে টিম টাইগার্স।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ।
ক্রাইস্ট চার্চে পৌঁছে কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে সেখানকার লিংকন ইউনিভার্সিটি হাই-পারফরম্যান্স সেন্টারে শুরু হবে সফরকারীদের ১৪ দিনের কোয়ারেনটাইন। দুই সপ্তাহের কোয়ারেনতাইনের প্রথম সাতদিন সবাইকেই ঘরবন্দি থাকতে হবে। এসময়ে একে অপরের সঙ্গে মেশার সুযোগ পাবেন না টাইগাররা। ডাইনিংয়ে খাবার গ্রহনের সুযোগ থাকবে না। খাবার দেওয়া হবে যার যার রুমের দরজায়। সেখান থেকে নিয়ে খেতে হবে। নিজ কক্ষ, কাপড় এমনকি টয়লেটও নিজেকে পরিষ্কার করতে হবে।
তবে অষ্টম দিন থেকে ফিটনেস ও সীমিত পরিসরে স্কিল অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা।
১৪ দিনের কোয়ারেনটাইন শেষে কুইন্সটাউনে ৫ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করবে ডমিঙ্গো শিষ্যরা।
সিরিজের প্রথম ওয়ানডে গড়াবে ২০ মার্চ ডুনেডিনে, দ্বিতীয়টি ২৩ মার্চ ক্রাইস্ট চার্চে, তৃতীয় ও শেষটি ২৬ মার্চ ওয়েলিংটনে।
আর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গড়াবে ২৮ মার্চ হ্যামিল্টনে। দ্বিতীয়টি ৩০ মার্চ নেপিয়ারে ও তৃতীয়টি ১ এপ্রিল, অকল্যান্ডে।
সিরিজে অংশ নিতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনস যোগে দেশ ছেড়েছে ৩৫ সদস্যের বাংলাদেশ দল।
সারাবাংলা/এমআরএফ/এসএস
টপ নিউজ টাইগারদের নিউজিল্যান্ড সফর নিউজিল্যান্ড পৌঁছেছে নিউজিল্যান্ড সফর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড