Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালের ইনজুরির মিছিলে নতুন নাম বেনজেমা


২০ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২০

রিয়াল মাদ্রিদের ইনজুরির মিছিল দিন দিন শুধু বাড়ছেই। অধিনায়ক সার্জিও রামোস ও আক্রমণভাগের বড় তারকা এডেন হ্যাজার্ডসহ রিয়ালের ৮ জন ফুটবলার অনেক আগ থেকেই বাইরে। তাদের সঙ্গে নতুন সংযুক্ত হলো করিম বেনজেমার নাম। চোটে ছিটকে পড়েছেন ফরাসি তারকা।

শনিবার রাতে ঘরের মাঠে লা লিগার ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষের ওই ম্যাচে বেনজেমা খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন জিনেদিন জিদান। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও ফরাসি তারকাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।

বিজ্ঞাপন

রিয়াল ভায়াদোলিদের ম্যাচকে সামনে রেখে গতকাল শুক্রবার অনুশীলনে ছিলেন না বেনজেমা। স্থানীয় গণমাধ্যম বলছে, গোড়ালির সমস্যায় ভুগছেন ফরাসি তারকা। রিয়াল মাদ্রিদ কোচ জিদান ম্যাচ পূর্ববর্তি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আগামীকাল (শনিবার) সে খেলবে না। তার একটু সমস্যা ছিল, গতকাল (বৃহস্পতিবার) তা আরও বেড়েছে। আগামীকাল সে দলের সঙ্গে থাকবে না। তার অবস্থা বুঝতে আগামী সপ্তাহ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

গত মৌসুমে রিয়ালের লিগ শিরোপা জয়ে বড় অবদান রাখা বেনজেমা এবারও আছেন দারুণ ফর্মে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৭ গোল করেছেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।

লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে রিয়াল মাদ্রিদ আছেন দুই নম্বরে। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট মাদ্রিদের ক্লাবটির। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো মাদ্রিদ।

করিম বেনজেমা জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর