Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্য এপ্রিলে শ্রীলঙ্কা যাবে টিম বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৫:০৯ | আপডেট: ১ মার্চ ২০২১ ১৬:৫৫

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে ‍দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলার বিষয়টি চূড়ান্ত করেছে আয়োজক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এর প্রেক্ষিতে ম্যাচ দুটো খেলতে এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে দেশটি সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

সিরিজের দুটি টেস্ট ম্যাচই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কিন্তু কোন ভেন্যু তা এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু ভেন্যুর ঘোষণা স্বাগতিক দেশ দিয়ে থাকে সেহেতু তাদের দিকেই তাকিয়ে টাইগার ক্রিকেট প্রশাসন।

বিজ্ঞাপন

শনিবার (২০ ফেব্রুয়ারি) হোম অব ক্রিকেট মিরপুরে সাংবাদিকদের একথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

চৌধুরী জানালেন, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের যে যোগাযোগ হচ্ছে তাতে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই দুটি ম্যাচ আছে সেটি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ম্যাচ এক ভেন্যুতেই হবে। আমরা আশা করি এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে। যেহেতু স্বাগতিক দেশ এই ঘোষণাটা দেয়, বিষয়টা তাদের কাছ থেকে আসলেই ভালো হবে।’

করোনাভাইরাস সতর্কতায় ইতোমধ্যে দুইবার শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে। প্রথমবার স্থগিত হয়েছিল গেল বছরের জুনে, দ্বিতীয়বার অক্টোবরে। সব ঠিক থাকলে স্থগিত হয়ে যাওয়া সেই সিরিজটিই এবার মাঠে গড়াতে যাচ্ছে।

লঙ্কানদের বিপক্ষে টিস্ট সিরিজ শেষে হতেই আবার ঘরের মাটিতে ওয়ানডে খেলার প্রস্তুতিতে নেমে পড়তে হবে তামিম ইকবালদের। কেননা বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে মে মাসে বাংলাদেশ সফরে আসছে লঙ্কানরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএস

টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বাংলাদেশের শ্রীলংকা সফর মধ্য এপ্রিল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর