Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজের অল্প দাম নিয়ে বিস্মিত গম্ভীর


১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৩

ধারণা করা হচ্ছিল মোস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএলের নিলাম টেবিলে বেশ ভালোই আগ্রহ তৈরি হবে। অফ ফর্ম কাটিয়ে সম্প্রতি যে দুর্দান্ত বোলিংই করছিলেন বাংলাদেশের তরুণ পেসার। করোনা বিরতির পর বিসিবি প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দারুণ বোলিং করেছেন মোস্তাফিজ। তবে আইপিএলের নিলাম টেবিলে মোস্তাফিজকে নিয়ে খুব বেশি আগ্রহ দেখা যায়নি। ভিত্তিমূল্য ১ কোটি রুপিতেই তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। গৌতম গম্ভীর বিষয়টি নিয়ে বিস্মিত।

বিজ্ঞাপন

মোস্তাফিজের মতো একজন পেসার মাত্র ১ কোটি রুপিতে বিক্রি হবেন সেটা ‘অবিশ্বাস্য’ লেগেছে ভারতের সাবেক তারকা ওপেনার ও দুবার আইপিএল শিরোপা জেতা অধিনায়ক গম্ভীরের কাছে। বলেছেন, কম দামে বেশি দামি একজনকে পেয়েছে রাজস্থান।

ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় গম্ভীর বলেছেন, ‘মুস্তাফিজের মতো একজনকে এই দামে পেয়ে যাওয়া অবিশ্বাস্য। সে কোয়ালিটি পেসার। নতুন বল সুইং করাতে পারে। পুরনো বলে কাটার ভালো। ডেথ ওভারেও ভালো। রাজস্থানে জোফরা আর্চার, ক্রিস মরিসকে ভালো সঙ্গ দিতে পারবে সে।’

রাজস্থান হতে যাচ্ছে মোস্তাফিজের তৃতীয় আইপিএল দল। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন বাঁহাতি পেসার। ২০১৬ সালে হায়দ্রাবাদের হয়ে আইপিএল অভিষেক মোস্তাফিজের। সেবার ১৭ উইকেট নিয়ে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতে নিয়েছিলেন বাংলাদেশি পেসার। কাটার-স্লোয়ারে মাত করেছিলেন ক্রিকেটবিশ্বকে।

সেই মৌসুমটার কথা ভোলেননি গম্ভীর। বলেছেন, ‘আমার মনে আছে, সানরাইজার্স হায়দ্রাবাদকে সে প্রায় একাই চ্যাম্পিয়ন করিয়েছিল। হ্যাঁ, ডেভিড ওয়ার্নার ও অন্যদের অবদানও ছিল। তবে মুস্তাফিজের কারণেই মূলত শিরোপা জিতেছিল সানরাইজার্স। এবার অল্প দামে দারুণ একজনকে পেয়ে গেছে রাজস্থান।’

আইপিএল গৌতম গম্ভীর মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর