Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই সমস্যা সমাধান কঠিন নয়, বললেন বিসিবি সভাপতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪১

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবির জন্য সাবেক পাঁচ অধিনায়ক এবং বর্তমান দলের তিন সিনিয়র ক্রিকেটারকে ডেকেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে এই বৈঠক চলেছে রাত ৯টা পর্যন্ত। আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন ক্রিকেটাররা, সঙ্গে ছিলেন বিসিবি সভাপতিও। এক ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গতকালের বৈঠক সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন পাপন। দলের মধ্যে যে সমস্যা সেটা সমাধান কঠিন নয় বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

গতকাল বিকেলে বিসিবির পরিচালক ও সাবেক পাঁচ অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে বৈঠক করেছেন পাপন। প্রতিজনই বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বেও আছেন। পরে রাতে তিন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি বস। ছুটিতে আছেন বলে বৈঠকে ছিলেন না সাকিব আল হাসান। বর্তমান ক্রিকেটাররা বৈঠক শেষে কিছু না বললেও সাবেক অধিনায়কদের বৈঠক শেষে নাঈমুর রহমান দূর্জয় বলেছিলেন, দলের বিপর্যয়ের বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আজ নাজমুল হাসান পাপনও জানালেন, বৈঠকে অনেক কথা হয়েছে। সমস্যাটা কোথায় সেটা জানার চেষ্টা করেছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাপন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি আপনাদের যেটা বলছি যে, বাংলাদেশ দলের যে খেলা আমরা দেখেছি, বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে (টেস্ট) এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই খেলা বাংলাদেশ দলের খেলা মনে হয় না। এরাই যখন আবার টি-টোয়েন্টি খেলছে, ওয়ানডে খেলছে টোটালি ডিফারেন্ট। এই টিমের সাথে যখন ওয়ানডে খেলছে তখন তো আমরা ভাল খেলছি। ফলে টেস্ট হলে সমস্যাটা কোথায়? ওদের সাথে বসার কারণ ছিল আমি প্রত্যেকের কাছে শুনতে চাচ্ছি যে সমস্যাটা কোথায় বলে তারা মনে করে।’

আজ কোচিং স্টাফের সঙ্গে আরেকটা বৈঠক করবেন জানিয়ে পাপন বলেছেন, ‘আমি আপনাদেরকে খালি একটা কথাই বলতে পারি, এই সমস্যা সমাধান কঠিন কোন ব্যাপার না। এটা সহজ, কিন্তু সবাই যাতে এই সমস্যাটাতে বুঝতে পারে…। যদি একসাথে সবাই স্বীকার করে তাহলেই তো সমাধানের জন্য কাজ করতে হবে। জোর করে চাপিয়ে দেয়া যায় না। এই প্রেসেসটাই হচ্ছে, আমার ধারণা কয়েক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে।’

উল্লেখ্য, খর্ব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কদিন আগে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে ৩ উইকেটে হারার পর ঢাকায় দ্বিতীয় টেস্টে ১৭ রানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুল হকের বাংলাদেশ।

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

নাঈমুর রহমান দুর্জয় নাজমুল হাসান পাপন বিসিবি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর