Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোর্তোর কাছে হেরে বসল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৩৬

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে জুভেন্টাসের জালে দ্বিতীয় দ্রুততম সময়ে গোল করে জয় ছিনিয়ে নিয়েছে পোর্তো। ম্যাচের মাত্র ৬৩ সেকেন্ডের মাথায় রদ্রিগো বেন্টাকারের ভুল পাসে বল পেয়ে তা জালি জড়ান পোর্তোর মেহেদি তারেমি। শেষ পর্যন্ত জুভেন্টাসের ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

গোটা ম্যাচজুড়ে ছন্নছাড়া রক্ষণ আর ধারহীন আক্রমণভাগের কারণে ম্যাচটাই হাতছাড়া তুরিনের বুড়িদের। আর তাতেই সব প্রতিযোগিতা মিলে টানা দুই ম্যাচে হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোরা, আর টানা তিন ম্যাচে জয়হীন রইল জুভে।

বিজ্ঞাপন

রদ্রিগো বেন্তানকুরের অবিশ্বাস্য ভুলে ম্যাচের ৬৩ সেকেন্ডের মাথায় গোল হজম করে ইউভেন্তুস। সতীর্থের ব্যাকপাস পেয়ে গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ডি-বক্সের মুখে বাড়ান বেন্তানকুরকে। উরুগুয়ের এই মিডফিল্ডার কি ভেবে সেজনি ফিরতি পাস বাড়ান, তবে লক্ষ্য ঠিক ছিল না। কাছেই দাঁড়ানো মেহেদি তারেমি ছুটে গিয়ে বল পাঠান জালে।

পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াবে কী, উল্টো প্রতিপক্ষের চাপে আরও কোণঠাসা হয়ে পড়ে জুভে। নিজেদের সীমানায় বারবার ভুল করতে থাকে তারা। ২৩তম মিনিটে তেমনি সেজনির ভুলে পিছিয়ে পড়ার ব্যবধানটা বাড়তে পারতো আরও। তবে সে যাত্রায় জুভেকে রক্ষা করেন ডি লিট। এভাবেই প্রথমার্ধ ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে শেষ করে জুভে।

বিরতি থেকে ফিরে ম্যাচের ১৯ সেকেন্ডের মাথায় দ্বিতীয় গোল হজম করে জুভে। ডান দিক থেকে উইলসন মানাফার পাস ডি বক্সে দুই ডিফেন্ডারের মাঝে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শে নিচু শটে বল জালে পাঠান মালির ফরোয়ার্ড মুসা মারেগা।

ম্যাচের ৮২তম মিনিটে মূল্যবান অ্যাওয়ে গোলটি পায় জুভেন্টাস। বাঁ দিক থেকে রাবিওটের ক্রস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ফেদেরিকো চিয়েসা।

বিজ্ঞাপন

চার মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে রেফারির সিদ্ধান্তকে ঘিরে বিতর্কের জন্ম নেয়। ডি-বক্সে প্রতিপক্ষের বাধায় রোনালদো পড়ে গোলে পেনাল্টির জোরালো আবেদন ওঠে। তবে ভিএআরের সাহায্য নেননি রেফারি, কয়েক সেকেন্ড পরেই বাজিয়ে দেন বাঁশি। জুভেন্টাস খেলোয়াড়দের চোখে-মুখে ছিল অসেন্তোষের ছাপ। সাইডলাইনে ম্যাচ অফিসিয়ালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় আন্দ্রে পিরলোকে। তবে শেষ বাঁশি বাজার পর নতুন কিছু হওয়ার ছিল না।

ফিরতি লেগে আগামি ৯ মার্চ ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে পোর্তোকে আতিথ্য দেবে জুভেন্টার।

সারাবাংলা/এসএস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ক্রিস্টিয়ানো রোনালদো পোর্তো বনাম জুভেন্টাস পোর্তোর জয়

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর