বিসিবি সভাপতির জরুরি তলবে হাজির তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ
১৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ০০:০৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের ভরাডুবি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠকে বিসিবির পরিচালকদের সঙ্গে ডাকা হয়েছে দলের সিনিয়র ক্রিকেটারদেরও। জানা গেছে, পরিচালকদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর এরই মধ্যে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে যুক্ত হয়েছেন তিন সিনিয়র ক্রিকেটার— তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় শুরু হয়েছে বৈঠক। বিকেল থেকে শুধু বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন পাপন, যা চলেছে সন্ধ্যা ৭টা পর্যন্ত। পরিচালকদের মধ্যে অনুপস্থিত ছিলেন কেবল মাহবুব আনাম। বৈঠক শেষে পরিচালকরা বেরিয়ে গেলে বোর্ড সভাপতির বাসায় আসতে শুরু করেন সিনিয়র ক্রিকেটাররা।
মুশফিকুর রহিম বৈঠকের উদ্দেশ্যে বোর্ড সভাপতির বাসায় প্রবেশ করেছেন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে। মাহমুদউল্লাহ প্রবেশ করেছেন রাত ৮টা ১১ মিনিটে। আর তামিম ইকবাল প্রবেশ করেছেন ৮টা ২৮ মিনিটে।
জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভরাডুবি এবং আসন্ন নিউজিল্যান্ড সিরিজের রূপরেখা সম্পর্কেও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করা হবে।
উল্লেখ্য, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও পুরোটা খেলতে পারেননি সাকিব। ধারণা করা হচ্ছে সেই কারণেই বিসিবি সভাপতির বৈঠকে উপস্থিত নেই তিনি।
এদিকে, সন্ধ্যায় বৈঠকের এক পর্যায়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। ক্রিকেটের খুঁটিনাটি অনেক বিষয় নিয়েই বৈঠকে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।
টপ নিউজ তামিম ইকবাল নাজমুল হাসান পাপন বিসিবি মাহমুদউল্লাহ মুশফিকুর রহিম