Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভরাডুবি নিয়ে বিসিবির জরুরি বৈঠক


১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৩ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ০০:০৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছিলেন, ‘এভাবে চলতে দেওয়া যায় না।’ বাজে পারফরম্যান্সের কারণে তদন্তের কথা বলেছিলেন পাপন। কথামতো কাজও দেখা যাচ্ছে!

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিসিবির প্রায় সব পরিচালকদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন পাপন। পরিচালকদের মধ্যে অনুপস্থিত কেবল মাহবুব আনাম। বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের। দলের বাজে পারফরম্যান্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে বিসিবি সভাপতির গুলশানের বাসভবনে শুরু হয় বৈঠক। সন্ধ্যার পর তাতে যোগ দেওয়ার কথা রয়েছে তিন সিনিয়র ক্রিকেটার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের। এর মাঝে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক।

তিনি বলেন, ‘(বৈঠকে) ক্রিকেটার নিয়ে আলোচনা ছিল। আমরা খোলামেলা আলাপ আলোচনা করেছি। এর আগের কিছু সিরিজ, বাংলাদেশ দলের ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে আমাদের গেম ডেভেলপমেন্ট, এইচপি (হাই পারফরম্যান্স টিম) সবকিছু নিয়েই আলোচনা ছিল। বিশেষ করে সম্প্রতি যেটা শেষ হলো সেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আলোচনা হয়েছে। সবকিছু নিয়েই আমাদের আলোচনা ছিল।’

বৈঠক থেকে কোনো বিশেষ বার্তা এসেছে কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘বার্তা তো আমাদের কাছে যাবে না, বার্তা আমরাই দেবো। সেই বার্তাটা এখনো দেওয়ার সময় হয়নি। বেশকিছু জিনিস আছে। আমাদের খেলোয়াড়দের অ্যাভেইলেবিটি, সামনে আরও সিরিজ আছে সেগুলোতে আমাদের বোর্ডের পলিসি কী হবে— এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু হয়নি।’

বিজ্ঞাপন

কোনো পরিবর্তনের কথা হয়েছে কি না— এমন প্রশ্ন দুর্জয় বলেন, ‘সামনে মানে কাছাকাছি সময়ে আরেকটা সিরিজ যেহেতু আছে, আমার মনে হয় যে পরিবর্তনের যেসব কথা বলছেন… সেরকম কিছু মনে হয়নি। কিন্তু বড় ধরনের পরিবর্তন না করে আমরা কিভাবে ওখান থেকে উত্তরণ করতে পারি… (এ বিষয়ে আলোচনা হয়েছে)। সবাই সবার আইডিয়া শেয়ার করেছে।’

তামিম ইকবাল নাইমুর রহমান দুর্জয় নাজমুল হাসান পাপন বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর