Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট ক্রিকেট ছাড়লেন ডু প্লেসি


১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০৪

এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার কথা ছিল ফাফ ডু প্লেসির। করোনাভাইরাস বিষয়ে সাবধানতার কারণে সিরিজটি বাতিল হলে সেটা হয়ে উঠেনি। এই মৌসুমে দক্ষিণ আফ্রিকার আর টেস্ট ম্যাচও নেই। এই সময়টাকেই অবসরের উপযুক্ত মনে করলেন ডু প্লেসি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণাটা দিয়ে বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে চান এখন।

বিজ্ঞাপন

ডু প্লেসি লিখেছেন, ‘আগামী দুই বছর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর। এজন্যই আমার মনোযোগ এই দুই সংস্করণে। বিশ্বজুড়েও সম্ভব সব জায়গায় আমি খেলতে চাই যেন সম্ভাব্য সেরাটা আমি হতে পারি। শক্তভাবেই বিশ্বাস করি, এই সংস্করণে প্রোটিয়াদের দেওয়ার মতো অনেক কিছুই আমার আছে। এর মানে এই নয় যে ওয়ানডে ক্রিকেট আমার পরিকল্পনায় নেই। আপাতত নিকট ভবিষ্যতের জন্য টি-টোয়েন্টিকে বেশি প্রাধান্য দিচ্ছি। আগামী মাস দুয়েক বোর্ডের সঙ্গে কথা বলব যে আগামী দুই বছরে আমার ভবিষ্যৎ কেমন হতে পারে। আশা করি একটি পথ বের করতে পারব, যা উভয়পক্ষের জন্য কার্যকর হবে।’

বিজ্ঞাপন

২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক ডু-প্লেসির। অভিষেক ম্যাচেই এক ইনিংসে সেঞ্চুরি অপর ইনিংসে হাফ সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছিলেন স্মরণীয় এক ড্র। অভিষেকে ম্যাচসেরা হওয়ার ডু প্লেসি দ্রুতই হয়ে ওঠেন টেস্ট দলের অপিরহার্য অংশ। এবি ডি ভিলিয়ার্স দায়িত্ব ছাড়লে ২০১৬ সালে পেয়েছিলেন টেস্টের নেতৃত্ব। ৩৬ টেস্টে অধিনায়কত্ব করে দলকে জিতিয়েছেন ১৮ ম্যাচ, হেরেছে ১৫টিতে। নেতৃত্ব ছেড়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে।

সব মিলিয়ে ৬৯ টেস্ট খেলা ডু প্লেসি ৪০.০২ গড়ে রান করেছেন ৪ হাজার ১৬৩। সেঞ্চুরি ১০টি, হাফ সেঞ্চুরি ২১টি, সর্বোচ্চ ১৯৯ রান। ডু প্লেসি বলেছেন এই অর্জনের জন্য গর্বিত তিনি, ‘আমার ভাবনা পরিস্কার এবং নতুন অধ্যায় শুরুর জন্য এটিই সঠিক সময়। দেশের হয়ে সব সংস্করণে খেলতে পারা অনেক বড় সম্মানের, তবে আমার সময় হয়েছে টেস্ট থেকে অবসরের। ১৫ বছর আগে কেউ যদি বলত যে আমি দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯ টেস্ট খেলব এবং দলকে নেতৃত্ব দেব, আমি বিশ্বাস করতাম না।’

এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ফাফ ডু প্লেসি ফাফ ডু প্লেসির অবসর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর