Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাপুটে জয়ে বার্সাকে ফের পেছনে ফেলল রিয়াল


১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৫৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪৮

ভ্যালেন্সিয়ার বিপক্ষে আগের দেখার অভিজ্ঞতা ভালো নয় রিয়াল মাদ্রিদের। রক্ষণের ভুলে প্রতিপক্ষকে তিনটি পেনাল্টি উপহার দেওয়া রিয়াল ওই ম্যাচে হেরেছিল ৪-১ ব্যবধানে। তবে এবার অবশ্য কোনো অঘটন ঘটল না। পুরো ম্যাচে দাপুটে ফুটবল খেলে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল।

এই জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ফের দুই নম্বরে উঠে বসল জিনেদিন জিদানের দল। তিনে নেমে গেছে বার্সেলোনা। ২৩ ম্যাচে দুই নম্বরে থাকা রিয়ালের পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৪৬। ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিজ্ঞাপন

চোটে ভোগা রিয়াল আজ ম্যাচের শুরুতেই কিছুটা স্বস্তি পেয়েছে। চোট কাটিয়ে মাঠে ফিরেন দানি কারবাহাল, লুকাস ভাসকেজ। সব নিষেধাজ্ঞা থেকে মুক্ত টনি ক্রুসও ছিলেন একাদশে। যাতে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজাতে পেরেছেন জিনেদিন জিদান। পুরো ম্যাচে রিয়ালের খেলায় ছিল আত্মবিশ্বাসের ছাপ। ১২ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় মাদ্রিদের ক্লাবটি।

বাঁ দিক থেকে টন ক্রুসের পাস পেয়ে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন ফরাসি স্ট্রাইকার। লা লিগার এবারের মৌসুমে বেনজেমার গোল বেড়ে হলো ১২টি, ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে ছয় গোল করলেন তারকা স্ট্রইকার।

ম্যাচের ৩৭ মিনিটে আরেকটা গোল পেতে পারতেন বেনজেমা। কিন্তু ছয় গজ দূরে থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। দারুণ এক আক্রমণে রিয়াল মাদ্রিদ ব্যবধান দ্বিগুণ করেছে ৪২ মিনিটে। মার্কো আসেনসিও, লুকা মডরিচ হয়ে বল চলে যায় ডি-বক্সে ঢুকে পড়া ভাসকেজের কাছে। শট নেওয়ার সুযোগও ছিল ভাসকেজের। কিন্তু পেছনে টনি ক্রুসে আবির্ভাব দেখে তাকে কাটব্যাক করলেন। নিখুঁত নিশানায় গড়ানো শটে বল জালে জড়িয়ে রিয়ালকে ২-০ তে এগিয়ে নেন ক্রুস।

বিজ্ঞাপন

এই গোলের পর চাপে পড়া ভ্যালেন্সিয়া বিবর্ণ ফুটবল খেলেছে। সেই সুযোগ নিয়ে অবশ্য ব্যবধান বাড়াতে পারেনি রিয়ালও। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে একমাত্র শটটা নিয়েছিল ভ্যালেন্সিয়া। কিন্তু মাক্সি গোমেজের দুরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। ৬১ মিনিটে ভ্যালেন্সিয়ার জালে বল জড়িয়ে দেন ফেরলন মদি। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। বাকি সময়ে আর গোল আদায় করতে পারেনি রিয়াল।

জিনেদিন জিদান ভ্যালেন্সিয়া রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর