জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৯ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০১
ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে দেড়শ-দুইশ রানে গুটিয়ে দেওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। সেই লক্ষ্য ভালোভাবেই পূরণ হয়েছে। মাত্র ১১৭ রানেই ক্যারিবিয়ানদের গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। তবুও বড় লিডের পেছনেই পড়েতে হয়েছে মুমিনুল হকের দল। দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ লিড পেয়েছে ২৩১ রান। বাংলাদেশকে ঢাকা টেস্ট জিততে হলে রেকর্ডই গড়তে হবে। কারণ টেস্টে অতীতে এতো রান তাড়া করে কখনোই জিতেনি বাংলাদেশ।
এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা। সেটা অবশ্য এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই চতুর্থ ইনিংসে ২১৫ তাড়া করে জিতেছিল সাকিব আল হাসানের বাংলাদেশ।
মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের রান তাড়ার রেকর্ড আরও করুণ। এই মাঠে সর্বোচ্চ ১০১ রান তাড়া করে জিততে পেরেছে বাংলাদেশ। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
রেকর্ড গড়ার লক্ষ্যে ব্যাট করতে নেমে এই মুহূর্তে বড় বিপদেই বাংলাদেশ। ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫১ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। অর্থাৎ জিততে এখনো ৮০ রান লাগে স্বাগতিকদের। সিরিজের প্রথম ম্যাচটি ৩ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
উল্লেখ্য, ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪০৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৯৬ রানে।