Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইগ্রেনের ব্যথায় ভুগছেন টবি


১২ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৫

আয়াল্যান্ডের উলভসের বিপক্ষে আসন্ন হোম সিরিজে হেড কোচ টবি র‌্যাডফোর্ডকে পাচ্ছে না স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল। গতকাল জানা গিয়েছিল, অসুস্থ তাই শিষ্যদের সঙ্গে যোগ দিতে পারছেন না এই ইংলিশ কোচ। কিন্তু এটা জানা যায়নি তিনি কী অসুখে ভুগছেন। একদিন বাদে আজ জানা গেল, মাইগ্রেনের ব্যথায় ভুগছেন বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের এই প্রধান কোচ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) টবি নিজেই সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত কয়েকদিন যাবৎ আমি মাইগ্রেনের ব্যথায় ভুগছি। সমস্যা সমাধানের চেষ্টা করছি। দেখি কী হয়।’

তার অনুপস্থিতিতে আসন্ন সিরিজে ইমার্জিং দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এইচপি দলের লঙ্কান পেস বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে।

১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড উলভস ক্রিকেট দল। ওইদিন সরাসরি চট্টগ্রামে নেমে ১৯-২১ ফেব্রুয়ারি টিম হোটেলে থাকবে কোয়ারেনটাইনে। ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের বিরুদ্ধে খেলবে একমাত্র চারদিনের ম্যাচ। পরে একই ভেন্যুতে ৫, ৭, ৯ মার্চ সিরিজের প্রথম তিন ওয়ানডেতে মুখোমুখি হবে টাইগার ইমার্জিং দল ও আইরিশরা। আর এর মধ্য দিয়েই শেষ হবে চট্টগ্রাম পর্বের খেলা।

চট্টগ্রাম পর্ব শেষে সিরিজ আসবে ঢাকায়। ১২, ১৪ মার্চ মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে। একই ভেন্যুতে টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৭, ১৮ মার্চ। সিরিজ খেলে ১৯ মার্চ ঢাকা ছাড়বে অতিথিরা।

বিজ্ঞাপন

সিরিজে বাংলাদেশের ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে যারা আছেন : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, শামীম পাটোয়ারি, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন ও আকবর আলী।

এইচপি দল টবি র‌্যাডফোর্ড বাংলাদেশ ইমার্জিং দল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর