Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজ হাসলেও কেঁদেছেন ডি সিলভা


১২ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৮

ঢাকা টেস্টে দুদিন যেতেই চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ। নিজেরা প্রথম ইনিংসে ৪০৯ রানের বড় সংগ্রহ গড়ে ৭১ রানেই বাংলাদেশের চার উইকেট তুলে নিয়ে ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের সম্ভাবনা জাগিয়েছেন ক্যারিবিয়ানরা। ক্যারিবিয়ানদের এমন শক্ত অবস্থানে বড় অবদান জশুয়া ডি সিলভা। ষষ্ঠ উইকেটে এনক্রুমা বোনারের সঙ্গে ৮৮ রানের জুটি গড়ে বাংলাদেশের বোলিং আক্রমণকে ভোতা বানিয়ে ফেলেন। আলগরি জোসেফের সঙ্গে জুটি বেঁধে পরে সেই সুযোগটা কাজে লাগিয়ে দারুণভাবে। সপ্তম উইকেটে জোসেফ-ডি সিলভার ১১৮ রানের জুটিতেই ওয়েস্ট ইন্ডিজের চারশ পেরুনো নিশ্চিত হয়ে যায়। তবে তার ব্যাটে দল সুবিধাজনক স্থানে গেলেও ডি সিলভাকে মাঠ ছাড়তে হয়েছে হতাশ হয়ে।

বিজ্ঞাপন

তাইজুল ইসলামের একটা ডেলিভারি বুঝতে না পেরে ডি সিলভা যখন সরাসরি বোল্ড হয়ে ফিরলেন তার নামের পাশে ৯২ রান। অর্থাৎ মাত্র ৮ রানের জন্য প্রথম টেস্ট সেঞ্চুরিটা মিস করেছেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা ডি সিলভা। খারাপ লাগারই কথা। ডি সিলভা বললেন, চোখ দিয়ে দু-গণ্ড অশ্রুও ঝড়েছিল তার!

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ডি সিলভা বলছিলেন, ‘যা করেছি এতে আমি খুশি। হাফ সেঞ্চুরি পেয়েছি, তবে এটা যথেষ্ট ভাল ছিল না। আমি ৯২ রানে আউট হয়েছি। এটা আমাকে খুবই হতাশ করেছে। উইকেট ছেড়ে যেতে যেতে সম্ভবত দু-এক ফোটা অশ্রুও মাটিতে পড়ছিল।’

ম্যাচে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই এগিয়ে। তবে এটা নিয়ে বিলাসিতা করে ভুল করতে চান না ডি সিলভা। বলেছেন, ‘হ্যাঁ, আমরা ভালো অবস্থানে আছি। তবে আমরা বিলাসিতা করতে পারি না। প্রথম ইনিংসের বাকি উইকেটগুলো নিতে হবে আমাদের, ম্যাচ জিততে সবগুলো উইকেটই নিতে হবে আমাদের।’

সম্ভবনা জাগিয়ে সেঞ্চুরি পাননি আলগরি জোসেফও। ৮২ রান করে আউট হয়েছেন পেস অলরাউন্ডার। ম্যাচ শেষে তার কণ্ঠেও সেঞ্চুরি মিসের আক্ষেপ, ‘সেঞ্চুরি না পাওয়াতে আমি হতাশ। তবে আমি আমার ব্যাটিং নিয়ে কাজ করে যাচ্ছি। আমি মনে করি, ভবিষ্যতে এটার (সেঞ্চুরি) সুযোগ আরও পাবো।’

আলগরি জোসেফ জশুয়া ডি সিলভা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর