Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে সাফল্যের মন্ত্র জানালেন বোনার


১১ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৬

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ মিলিয়ে এনক্রুমা বোনারের মোট রান ছিল ৫১। কিন্তু টেস্ট সিরিজ শুরু হতেই কিনা পাল্টে গেলেন ৩২ বছর বয়সী ক্রিকেটার। চট্টগ্রামে অভিষেক টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি পাননি ঠিকই, কিন্তু দ্বিতীয় ইনিংসে কাইল মায়ার্সের সঙ্গে তার ২১৬ রানের জুটিটিই অবিশ্বাস্যভাবে হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। চট্টগ্রামে ৮৬ রানে আউট হওয়া বোনার ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রান করে অপরাজিত। টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকা একজনের জন্য উপমহাদেশের কন্ডিশনে স্পিনারদের বিপক্ষে এমন সাফল্য পাওয়া বিস্ময়েরই। রহস্য কি?

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে বোনার বললেন, কোনো রসহ্যই নেই। তবে কীভাবে স্পিনিং কন্ডিশনে বাংলাদেশের মাটিতে সাফল্য পাচ্ছেন সেই বেসিকটা জানাতে কার্পণ্য করলেন না ক্যারিবিয়ান তরুণ।

কীভাবে সাফল্য পাচ্ছেন, এই প্রশ্নে বোনার বলেন, ‘না এখানে কোন রহস্য নেই। আমি আগেও বলেছি আমাদের যতটা সম্ভব স্পিন খেলতে হবে। উইকেট বাঁচিয়ে ফ্রন্ট ফুটে খেলতে হবে এবং বলকে সামনে রাখতে হবে। আমি মনে করি এখানে উইকেটে কিছুটা বাউন্স আছে, কিন্তু অনেকটাই একই রকম। সুতরাং আমাদের গেম প্ল্যান একই রকম ছিল যে যতটা সম্ভব ফ্রন্ট ফুটে খেলা এবং যতটা সম্ভব বলকে সামনে রাখা।’

দিন শেষে বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজকে তিনশ’র আগেই গুটিয়ে দিতে চায় বাংলাদেশ। তবে বোনার বললেন, ওয়েস্ট ইন্ডিজের টার্গেট সাড়ে তিনশ পার করা, ‘আমাদের কিছু উইকেট পড়েছে। এটা খেলারই ধরণ, আমি এবং জশুয়া এখনো টিকে আছি, অন্যরাও নামার অপেক্ষায়। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যতটা সম্ভব ব্যাট করতে হবে। আমি ৩৫০ এর বেশি কোন সংগ্রহ হবে বলে বিশ্বাস করি। আমি মনে করি এটা ভালো সংগ্রহ হবে।’

এনক্রুমা বোনার বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর