Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাপোর্ট স্টাফ-গ্রাউন্ডসম্যানদেরও টিকা দেওয়ার পরিকল্পনা বিসিবি’র


১০ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০৯

শুধু ক্রিকেটারদেরই নয়, সাপোর্ট স্টাফ ও গ্রাউন্ডসম্যানদেওর করোনাভাইরাসের টিকার আওতায় আনার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

এদিকে দ্রুততম সময়ের মধ্যে ক্রিকেটারদের ভ্যাক্সিনেশনের আওতায় আনতে ইতোমধ্যেই বিসিবি’র কাছে তালিকা চেয়ে পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। টাইগার ক্রিকেট প্রশাসন দ্রুততম সময়ে মধ্যে সেই তালিকা তৈরী করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠাতে চেষ্টা করে যাচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (১০ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে একথা জানিয়েছে বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

চৌধুরী বলেন, ‘শুধু খেলোয়াড় নয়, আমাদের সাপোর্ট স্টাফ, গ্রাউন্ডসম্যানদেরও এর আওতায় আনার পরিকল্পনা আছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ইতোমধ্যে আমাদের কাছে প্লেয়ারদের তালিকা চাওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তালিকা তৈরি করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়ার। সেভাবে আমরা আমদের ভ্যাকসিন প্রোগ্রাম পরিচালনার পরিকল্পনা করছি।’

চলতি মাসের ৭ তারিখ থেকে দেশব্যাপী করোনার টিকা দেওয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যেই তা বেশ সাড়াও ফেলেছে।

এদিকে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি টোয়েন্টি খেলতে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে টিম টাইগার্সদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে সফরের আগেই সিরিজের স্কোয়াডে ডাক পাওয়াদের টিকা নিশ্চিত করতে।

বিসিবি’র দেওয়া তথ্যমতে, সিরিজের আগে দেয়া হবে প্রথম ডোজ। আর দ্বিতীয় ডোজ দেওয়া হবে সিরিজ শেষে দেশে ফেরার পরে। তবে টিকা নেয়ার ক্ষেত্রে কোন ক্রিকেটারকে বাধ্য করা হবে না। কেউ চাইলে নিতে নিবেন, না চাইলে জোর করবে না টাইগার ক্রিকেট প্রশাসন। অর্থাৎ জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ভ্যক্সিনেশনের বিষয়টি শিথিল রাখছে টাইগার ক্রিকেট প্রশাসন। তবে এর মধ্যে আন্তর্জাতিক ভ্রমনের ক্ষেত্রে টিকা নেয়ার বিষয়টি বাধ্যতামুলক করে দেওয়া হলে সেক্ষেত্রে টাইগারদের টিকা নিয়েই নিউ জিল্যান্ডে যেতে হবে।

বিজ্ঞাপন

করোনাভাইরাস করোনার টিকা বিসিবি

বিজ্ঞাপন

নারায়নগঞ্জসহ ৩ জেলায় নতুন ডিসি
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫০

টি-২০তে সবার আগে ৮ হাজারে তামিম
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর