এবার ছিটকে গেলেন সাদমান
১০ ফেব্রুয়ারি ২০২১ ১২:২৬ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ১২:২৯
উঁরুর চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। এর দু’দিন না যেতেই আজ খবর এল সাদমান ইসলাম অনিককেও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাচ্ছে না টিম বাংলাদেশ। নিতম্বের চোটে ক্যারিবিয়দের বিপক্ষে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন এই টাইগার ওপেনার।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিংয়ের সময় পড়ে গিয়ে নিতম্বে ব্যথা পেয়েছিলেন সাদমান। এরপর বেশ ভালোই সেরে উঠছিলেন। কিন্তু শেষ অবধি পুরোপুরি চোট জয় করতে না পারায় তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ফলে দ্বিতীয় টেস্টে তাকে ছাড়াই খেলতে হচ্ছে মুমিনুল হক অ্যান্ড কোংদের।
বুধবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাদমান ইসলাম অনিক খুব শিগগিরই জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে যাবেন এবং পুনর্বাসনের অংশ হিসেবে বিসিবি’র সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন (৫৯) সাদমান। কিন্তু দ্বিতীয় ইনিংসে নামের পাশে যোগ করেছিলেন মাত্র ৫ রান।
সারাবাংলা/এমআরএফ/এসএস
ছিটকে গেলেন সাদমান টপ নিউজ ঢাকা টেস্ট দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সাদমান ইসলাম