Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্র করেও ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৪৫

কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে ইন্টারের ঘরের মাঠ সান সিরোতে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছিল জুভেন্টাস। আর ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে তাই গোল শূন্য ড্র করেও ফাইনাল নিশ্চিত করেছে আন্দ্রে পিরলোর জুভেন্টাস।

মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগ গোলশূন্য ড্র’তে শেষ হয়। আর তাই তো দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয় সান সিরো ম্যাচের ফলাফল। সে ম্যাচে রোনালদো জোড়া গোল করে পিছিয়ে পড়া জুভেন্টাসকে ম্যাচে ফিরিয়েছিলেন। আর শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেছিলেন।

বিজ্ঞাপন

ঘরের মাঠে ম্যাচে শুরু থেকেই বল দখলে রাখে জুভেন্টাস। তবে বলের দখল নিতে না পারলেও ম্যাচে আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল ইন্টার। ম্যাচের ২৫ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে রোমেলু লুকাকুর ফ্লিকে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল। এর কিছুক্ষণ পরই ক্রিস্টিয়ান এরিকসেন ও লাউটারো মার্টিনেজের দুর্দান্ত শট প্রতিহত হয় জুভের রক্ষণে।

অবশ্য প্রথমার্ধ শেষের আগে দুটি সুযোগ এসেছিল রোনালদোর সামনেও। তবে প্রথমবার ইন্টারের ডি বক্সে ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হয় আরেকটি শট পা দিয়ে রুখে দেন ইন্টার গোলরক্ষক সামির হান্দানোভিচ। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে রোনালদোর আরও দুটি শট ফিরিয়ে ইন্টারকে ম্যাচে ধরে রাখেন হান্দানোভিচ।

শেষ দিকে গোলের দিকে নয় জুভে নজর দেয় রক্ষণের দৃঢ়তায়। ৮১তম মিনিটে ইন্টারের আশরাফ হাকিমির শটে পাশের জালে লাগে বল। বাকি সময়ে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি সফরকারীরা। আর তাতেই ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্র’তে।

বিজ্ঞাপন

কোপা ইতালিয়ার অপর সেমিফাইনালে নাপোলি লড়বে আটালান্টার বিপক্ষে। এই দুই দলের মধ্যে জয়ী দল শিরোপার জন্য পিরলোর দলের সঙ্গে লড়বে।

সারাবাংলা/এসএস

ইতালিয়ান কাপ কোপা ইতালিয়া ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস বনাম ইন্টার মিলান সেমিফাইনাল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর