Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নতুন উইকেটে আমরা নতুন করে প্রস্তুতি নিচ্ছি’

স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৫

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়ে টেস্ট জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেদিনের জয়ের নায়ক ছিলেন কাইল মেয়ার্স। তবে তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন আরেক অভিষিক্ত এঙ্ক্রুমাহ বোনার। দ্বিতীয় টেস্টেও নিজেদের এই জয়ের ধারা ধরে রাখার চেষ্টা করবে উইন্ডিজ, এমনটাই জানিয়েছেন এঙ্ক্রুমাহ বোনার। তিনি আরও জানিয়েছেন ঢাকা টেস্টের জন্য নিচ্ছেন বিশেষ প্রস্তুতি।

ঢাকা টেস্টের প্রস্তুতি শুরু হয়েছে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) থেকে। আর এদিনই উইন্ডিজের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন ঢাকা টেস্টের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছেন বোনাররা। তিনি বলেন, ‘দেখুন ঢাকা টেস্টে আমরা আবার শূন্য থেকেই শুরু করব। কাজে আমাদের নতুন করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই টেস্টে আমাদের জন্য নতুন উইকেট থাকবে যার জন্য আমাদের আলাদাভাবে প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে। আমাদের ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই টেস্টে নিজেদের সেরাটা দেওয়ার জন্য।’

বিজ্ঞাপন

উইন্ডিজের হয়ে অভিষেকে রেকর্ড গড়া জয়ের অন্যতম নায়ক বোনার আরও জানালেন অভিষেক টেস্টে এমন রেকর্ড গড়ার পরের অভিব্যক্তি। বোনার জানান, ‘উইন্ডিজের হয়ে অভিষেক করাটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। কারণ সবার জন্যই নিজের দেশের হয়ে খেলাটা সবচেয়ে সম্মানজনক। আমি অনেক খুশি ছিলাম যে দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারছি।’

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শেষভাগ আর পঞ্চম দিনের প্রায় পুরোটা সময়ই বাংলাদেশের বোলারদের ওপর উইলো ঘুরিয়েছিলেন বোনার। মেয়ার্সকে সঙ্গ দিয়ে নিজেও এগোচ্ছিলেন শতকের দিকে। তবে শেষ পর্যন্ত শতক আর স্পর্শ করা হয়নি। কিন্তু দলের জয়ের রেখেছেন বড় অবদান। দৃঢ় এই ব্যাটিং করার অনুপ্রেরণা বোনার পান ভারতের টেস্ট তারকা চেতেশ্বর পূজারার কাছ থেকে। এ ব্যাপারে বোনার বলেন, ‘হ্যাঁ আমি চেতেশ্বর পূজারাকে অনুসরণ করি। সে মানসিকভাবে অনেক শক্তিশালী। আর একারণেই আমি তাকে অনুসরণ করি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

এঙ্ক্রুমা বোনার ঢাকা টেস্ট দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর