Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেন্নাইয়ে বিপদে ভারত


৯ ফেব্রুয়ারি ২০২১ ০০:৩১

রবিচন্দ্রন অশ্বিন কী বোলিংটাই না করলেন আজ। ৬১ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস যেন একাই মুড়িয়ে দিলেন ভারতীয় স্পিনার। তবে তাতে খুব বেশি লাভ হলো কই! দুই ইনিংস মিলিয়ে চেন্নাই টেস্টে ৪২০ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে ৩৯ রান তুলতে ১ উইকেট হারিয়ে বসেছে ভারত।

চেন্নাইয়ের এম চেন্নাস্বামী স্টেডিয়ামে কাল পঞ্চম দিনে ইংলিশ স্পিন বিষ মোকাবিলা করে হার এড়ানো কঠিনই হবে ভারতের জন্য। উইকেটে যেমন স্পিন ধরছে অশ্বিন আজই তো সেটা চোখে আঙুল দেখিয়ে বুঝিয়ে দিলেন। তাছাড়া ৪২০ রান তাড়া করে জয়ের রেকর্ড শুধু এশিয়ায় নয়, বিশ্বের কোথাও নেই।

বিজ্ঞাপন

৬ উইকেটে ২৫৭ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ভারত। উইকেটে ছিলেন ওয়াশিংটন সুন্দর (৩৩*) ও রবিচন্দ্রন অশ্বিন (৮*)। সেখান থেকে ভারতের প্রথম ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ৩৩৭ রানে। তাতে বড় অবদান এই সুন্দরের। অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত এক টেস্ট ইনিংস খেলে আসা সুন্দর সাত নম্বরে ব্যাটিং করতে নেমে ৮৫ রান করেছেন। অশ্বিনের ব্যাট থেকে এসেছে ৩১ রান। ইংলিশ স্পিনার ডম বেস নিয়েছেন চার উইকেট।

পরের গল্পটা বোলার অশ্বিনের। উইকেটে যথেষ্ট স্পিন ধরছে দেখে অশ্বিনকে দিয়েই ইনিংসের সূচনা করার বিরাট কোহলি। প্রথম বলেই ইংলিশ ওপেনার ররি বার্নসকে ফেরান অশ্বিন। সেই শুরু, ইংলিশরা পরে তেমন কোনো জুটিই গড়তে পারেনি। ফিফটি পাননি একজনও। সর্বোচ্চ ৪০ করেছেন প্রথশ ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান অধিনায়ক জো রুট। অশ্বিন ১৭.৩ ওভারে ৬১ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। ২ উইকেট নিয়েছেন শাহবাজ নাদিম।

বিজ্ঞাপন

৪২০ রানের লিডের পেছনে ছুড়তে নেমে অফ ফর্মে থাকা রোহিত শর্মা ফিরে যান দলীয় ২৫ রানের মাথায়। দিন শেষে শুভমান গিল ১৫ ও চেতেশ্বর পুজারা ১২ রানে অপরাজিত।

জো রুট বিরাট কোহলি ভারত-ইংল্যান্ড সিরিজ রবিচন্দ্রন অশ্বিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর