ঢাকা টেস্টে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৬
চট্টগ্রামে জয়ের মুখ থেকে টেস্ট হারের যন্ত্রণা এখনো টাটকা। তার মধ্যেই বড় এক দুঃসংবাদ পেলো বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরিক্রান্ত সাকিব আল হাসান খেলতে পারবেন না ঢাকা টেস্টে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে কুঁচকির ইনজুরিতে পরেন সাকিব। পরে ফিট হয়ে খেলতে নেমেছিলেন চট্টগ্রামের দ্বিতীয় টেস্ট। কিন্তু টেস্টের দ্বিতীয় দিনে আবারও চোট পান সাকিব। বাঁ-পায়ের উঁরুর ওই চোটের কারণে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় তাকে। টেস্টের পরের তিন দিন আর খেলা হয়নি তার। বাংলাদেশও সুবিধাজনক স্থানে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে মাঠ ছেড়েছে।
চট্টগ্রাম টেস্ট শেষ হওয়ার পর সাকিবের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেছেন ফিজিও-চিকিৎসকরা। তাতে তার ঢাকা টেস্টে খেলতে না পারার বিষয়টি নিশ্চিত হয়েছে। আপাতত জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে যাবেন দেশ সেরা ক্রিকেটার।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টটি শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি, ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টপ নিউজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সাকিব আল হাসান সাকিবের ইনজুরি