সাকিবকে মিস করেছেন মুমিনুল
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ২২:৩৭
চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বাঁ-পায়ে উঁরুর চোটে পড়ে উইন্ডিজদের বিপক্ষে আর মাঠে নামা হয়নি সাকিব আল হাসানের। পুরো তিনটি দিন দেশ সেরা এই অলরাউন্ডারের কেটেছে ড্রেসিংরুম ও ডাগ আউটে। ক্যারিবিয়দের কাছে ম্যাচটি হারের পর বাংলাদেশ দলপতি মুমিনুল হক বললেন পুরো ম্যাচেই তিনি সাকিবকে মিস করেছেন।
সাদা পোশাকে ৫৭টি টেস্ট খেলা সাকিব মাঠে থাকলে নিঃসন্দেহে চট্টগ্রাম টেস্টের চিত্র ভিন্ন হতে পারত। নিজের ব্যাটিং, বোলিং তো আছেই পাশাপাশি সতীর্থদের পরামর্শ দিয়েও ম্যাচের মোমেন্টাম বদলে দিতে মোক্ষম ভূমিকা রাখতেন বাঁহাতি এই টাইগার অলরাউন্ডার। সেকারণেই হয়তো মুমিনুলের এমন মন্তব্য।
রোববার (৭ ফেব্রুয়ারি) ম্যাচ শেষ তিনি একথা জানান।
মুমিনুল বলেন, ‘হ্যাঁ, বলতে পারেন। সাকিব ভাই থাকলে বোলিং অনেক গোছানো হত। যেহেতু সিনিয়র বোলার, সিনিয়র ব্যাটসম্যান, সবাইকে আগলে রাখতে পারত। উনি না থাকায় মিস করেছি, বিশেষ করে বোলিংয়ে।’
সাকিব না থাকায় টিম বাংলাদেশ দুর্ভাগা ছিল উল্লেখ করে টাইগার টেস্ট দলপতি আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে উনার সঙ্গে ম্যাচ খেলিনি। এই প্রথম সুযোগ ছিল। আগে খেললে হয়তো ওভাবে অনুভব করতাম। সাকিব ভাই না থাকাতেও স্পিনাররা ভালো করেছে। তাইজুল, নাঈম, মিরাজ ভালো করেছে। যে বোলিং অ্যাটাক ছিল ওরা একটু ভালো লেংথে বল করলে… ওরা ম্যাচ জেতানোর যোগ্য। আমরা একটু দুর্ভাগা ছিলাম, ভালো জায়গায় বল করতে পারিনি।’
প্রসঙ্গত, কাইল মেয়ার্সের অপরাজিত ২১০ ও এনক্রুমা বোনারের ৮৬ রানে ভর করে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দেওয়া ৩৯৫ রানের দুর্ভেদ্য লক্ষ্যও ছুঁয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে দুই ম্যাচ সিরজে ১-০ তে এগিয়ে গেল অতিথিরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৯
বাংলাদেশ ২য় ইনিংস: ২২৩/৮ (ডি.)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৫, চতুর্থ দিন ১১০/৩) ১২৭.৩ ওভারে ৩৯৫/৭ (বনার ৮৬, মেয়ার্স ২১০*, ব্ল্যাকউড ৯, জশুয়া ২০, রোচ ০, কর্নওয়াল ০*; মুস্তাফিজ ১৩-১-৭১-০, তাইজুল ৪৫-১৮-৯১-২, মিরাজ ৩৫-৩-১১৩-৪, নাঈম ৩৪.৩-৪-১০৫-১)।
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যান অব দা ম্যাচ: কাইল মেয়ার্স।
সারাবাংলা/এমআরএফ/এসএস
ইনজুরিতে সাকিব বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ মুমিনুল হক সাকিব আল হাসান সাকিবকে মিস করেছেন