৬ গোলের রোমাঞ্চে পয়েন্ট হারালো ইউনাইটেড
৭ ফেব্রুয়ারি ২০২১ ০৯:১২ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১০:১৫
নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে টপকে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসার সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রও পক্ষে ছিল। ঘরের মাঠে প্রতিপক্ষ ছিল এভারটন, গত নভেম্বরে যে দলটার মাঠ থেকে ৩-১ গোলে জিতে এসেছিল উলে গুনার সুলশারের দল। কিন্তু কাল সুযোগ কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। ঘরের মাঠে এভারটনের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে ম্যানচেষ্টারের ঐতিহ্যবাহী দলটি।
ওল্ড ট্র্যাফোর্ডে রোমাঞ্চকর ম্যাচটা কাল ৩-৩ গোলে ড্র হয়েছে। ইউনাইটেডের হয়ে তিন গোল করেছেন এডিনসন কাভানি, ব্রুনো ফের্নান্দেজ ও স্কট ম্যাকটমিনে। আর এভারটনের পক্ষে গোল করেছেন আবদুলাই দুকুরে, হামেশ রদ্রিগেজ ও ক্যালভার্ট লুইন।
ফর্মে থাকা ইউনাইটেডই মাঠের সেরা দল ছিল। ম্যাচে ৬২ শতাংশ বলের দখল ছিল ইউনাইটেডের, এভারটনের ৩৮। এভারটন গোলবার লক্ষ্যে শট নিয়েছে ৬টি, ইউনাইটেড সেখানে ১১টি। প্রথমে দুই গোলে এগিয়েও যায় ম্যানচেস্টারের ক্লাবটি। ২৩ মিনিটে মার্কাস রাশফোর্ডের ক্রসে কাছ থেকে হেড করে ইউনাইটেডকে এগিয়ে নেন এডিনসন কাভানি। ব্যবধান দ্বিগুণ হয়েছে বিরতির ঠিক আগ মুহূর্তে।
ডি-বক্সের বাইরে থেকে পর্তুগালের তারকা মিডফিল্ডারের দারুণ এক শট জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইউনাইটেড। কিন্তু কাভানির সঙ্গে ‘ওয়ান-টু-ওয়ান’ খেলে নেওয়া শুক শ’র জোড়ালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন এভারটন গোলরক্ষক। এর মিনিট তিনেক পর গোল খেয়ে বসে ইউনাইটেড। তাতে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার দায়ই বেশি!
৪৯ মিনিটে বল ধরতে গিয়ে আবদুলাই দুকুরের পায়ে তুলে দেন গিয়া। তারপর গোল করতে ভুল করেননি এভারটন তারকা। চার মিনিট পর আরও এক গোল করে ম্যাচ জমিয়ে তোলে এভারটন। এই গোলের কারিগরও দুকুরে। তার পাস ধরেই এভারটনের দ্বিতীয় গোলটি করেন হামেশ রদ্রিগেজ।
৭০ মিনিটে ম্যাকটমিনে ইউনাইটেডকে এগিয়ে নিলে এই গোলে জয় দেখছিল ইউনাইটেড। কারণ নির্ধারিত সময়ে তো নয়ই, যোগ করা সময়ের অনেকটা পেরিয়ে গেলেও যে গোল আর পেলো না এভারটন। কিন্তু যোগকরা সময়ের পঞ্চম মিনিটে গিয়ে ইউনাইটেডকে চরম হতাশা উপহার দিয়েছেন ক্যালভার্ট লুইন। মাইকেল কিনের হেড ধরে কাছ থেকে বল জালে জড়িয়ে দিয়ে ৩-৩ তে সমতায় ফেরান এভারটনের ফুটবলার। যাতে শেষ পর্যন্ত ৩-৩ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।