দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে সার্জিও রামোস
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৭ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০১
বেশ কিছুদিন ধরে হাঁটুর ইনজুরিটা ভুগাচ্ছিল রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসকে। এর জন্য রিয়ালের শেষ ২০ দিনে খেলতে পারেননি একটি ম্যাচও। এবারে সেই হাঁটুর ইনজুরির কারণে রামোসকে যেতে হচ্ছে ছুরিকাঁচির নিচ দিয়ে। তাতেই দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাচ্ছেন রামোস।
গত ২০ জানুয়ারি অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান রামোস। এরপর থেকেই সুস্থতার লড়াই চালিয়ে যাচ্ছেন স্প্যানিশ গ্ল্যাডিয়েটর। তবে দীর্ঘ মেয়াদের কথা চিন্তা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন রামোস।
তবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত একা কেবল রামোসই নয়, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ মিলে আলোচনা করেই নিয়েছে বলে জানা গেছে। তবে অস্ত্রোপচার করার আগে আরওএ এক দফা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে রামোসকে।
এ কারণেই চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র লড়াইয়ে আটালান্টার বিপক্ষে মাঠে নামা হবে না রামোসের। এই সপ্তাহে যদিও দলের সঙ্গেই অনুশীলন করেছিলেন। ধারণা করা হচ্ছিল ফিরতে পারেন পরবর্তী ম্যাচেই। কিন্তু না বৃহস্পতিবার আবারও ব্যথা অনুভব করতে থাকেন রামোস। তাই তো শেষ পর্যন্ত তাকে নিয়ে আর ঝুঁকি নিতে চায়নি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
সারাবাংলা/এসএস
ইনজুরিতে রামোস তিন মাস মাঠের বাইরে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস হাটুর ইনজুরি