Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ দিনে ৭ উইকেট প্রয়োজন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫০ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৭

ফাইল ফটো

প্রথম দিন থেকেই ওয়েস্ট ইন্ডিজের ওপর ছড়ি ঘুরানো বাংলাদেশ এখন চট্টগ্রাম টেস্টে জয়ের স্বপ্ন দেখতেই পারে! দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি জিততে আগামীকাল শেষ দিনে ৭ উইকেট প্রয়োজন মুমিনুল হকের দলের। উইকেটে যেভাবে স্পিন ধরছে তাতে বলতে হবে বাংলাদেশের জয়ের পাল্লাই ভারি।

আজ চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের স্কোর ১০০/৩। অর্থাৎ এখনো ২৮৫রানে পিছিয়ে সফরকারীরা। ৭ উইকেট নিয়ে শেষ দিনে এতো রান তোলা অনেকটা সাঁতরে সাগর পারি দেওয়ার মতোই কঠিন!

বিজ্ঞাপন

ক্যারিবিয়ানদের সামনে যে লিডের পাহাড় দাঁড়াতে যাচ্ছে সেটা অবশ্য আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। প্রথম ইনিংসে ১৭১ রানের লিড পেয়েছে বাংলাদেশ। কাল দিন শেষ স্পিনার তাইজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলে গেলেন, বাংলাদেশের টার্গেট ৩৫০ রানের লিড। আজ সেই লক্ষ্যেই এগুতে চেয়েছেন স্বাগতিকরা। শুরুটা অবশ্য ভালো হয়নি।

৩ উইকেটে ৪৭ রানে চতুর্থ দিনের খেলা শুরু করার সময় ৩১ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক, অপর প্রান্তে মুশফিকুর রহিম ১০ রানে। আজ মুশফিক বেশিদূর এগুতে পারেননি। আর ৮ রান যোগ করে ফিরেছেন রাকিম কর্নওয়ালের বলে। ব্যাটিং অর্ডারের হিসেব মতে মুশফিক আউট হওয়ার পর ক্রিজে নামার কথা সাকিব আল হাসান। কিন্তু সাকিব আজও মাঠে না নামলে তার ইনজুরি নিয়ে রহস্য থেকেই গেল। টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় দফায় চোট পাওয়ার পর আর মাঠে নামেননি বিশ্বসেরা অলরাউন্ডার।

মুশফিক দিনের শুরুতেই ফিরে যাওয়া ও সাকিব মাঠে নামতে না পারার কারণে সব চাপ গিয়ে পড়ে অধিনায়ক মুমিনুল হকের ঘাড়ে। পয়া ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই চাপ কী দারুণভাবেই না কাটিয়ে উঠলেন মুমিনুল। লিটন কুমার দাসকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়ে নিজে রেকর্ড গড়েছেন সঙ্গে দলকে এনে দিয়েছেন বিশাল লিড।

বিজ্ঞাপন

পঞ্চম উইকেটে ১৩৩ রানের জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। যাতে তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ডও হয়েছে। তামিমের টেস্ট সেঞ্চুরি ৯টি। ১৮২ বল খেলে ১০টি চারের সাহায্যে ১১৫ রান করেছেন মুমিনুল। লিটন দাস ১১২ বলে ৫ চারে ৫৯ রান করে আত্মহুতি দিয়েছেন।

আট রানের ব্যবধানে এই দুজন ফেরার পর মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামরা সফল হতে পারেননি। ৮ উইকেটে ২২৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার কর্নওয়াল ও ওয়ারিকান ৩টি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট নিয়েছেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল।

পরে বোলিংয়ে নেমে এখন পর্যন্ত সাকিবের অভাবটা বেশি অনুভব করেনি বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দারুণ বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ। চতুর্থ দিনের স্বাভাবিকভাবেই ভালো টার্ন পাচ্ছিলেন স্পিনাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের উইকেটে বেঁধে রাখতে পেরেছেন তাইজুল ইসলাম। আর অন্য প্রান্ত থেকে টপাটপ উইকেট নিয়েছেন মিরাজ।

পঞ্চশ পেরুতেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিন ব্যাটসম্যানকে ফেরান মিরাজ। ৩৯ রানের মাথায় জন ক্যাম্পাবলকে স্লিপে ক্যাচ বানান মিরাজ। সবচেয়ে বড় বাঁধা ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান দলীয় ৪৮ রানের মাথায়। ৫০ বলে ২৩ রান করে এলবির ফাঁদে পড়েন ব্র্যাথওয়েট। ৫৯ রানে ফিরিয়েছেন তিনে নামা শায়নে মোসলেকে (১২)। তারপর অবশ্য শেষ বিকেলে প্রতিরোধের গান শুনিয়েছেন কাইল মায়ার ও এনক্রুমার বোনার।

অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন দুজন। ৫০ বলে ৩৭ রানে অপরাজিত মায়ার। ৬৩ বলে ১৫ রানে অপরাজিত বোনার। মিরাজ ১৬ ওভারে ৫২ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।

সারাবাংলা/এসএইচএস/এসএস

চট্টগ্রাম টেস্ট চতুর্থ ইনিংস পাহাড়সম লক্ষ্য প্রথম টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর