সাকিব আছেন, সাকিব নেই
৬ ফেব্রুয়ারি ২০২১ ১২:২৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২১ ১৩:০২
চট্টগ্রাম থেকে: চিকিৎসকেরা বলছেন সাকিব আল হাসান নতুন করে উঁরুতে যে চোট পেয়েছেন তাতে চলতি টেস্টে তার পক্ষে বোলিং বা ফিল্ডিংয়ে নামা আক্ষরিক অর্থেই অসম্ভব। তবে দলের প্রয়োজনে তাকে ব্যাটিংয়ে নামতে হতে পারে। সেই মোতাবেক দেশসেরা এই অলরাউন্ডার আপাতত তাদের পর্যবেক্ষণেই আছেন। তাই বলে যে তিনি টিম হোটেলে শুয়ে বসে সময় কাটাচ্ছেন এমন নয়। গতকাল চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিং-ফিল্ডিংয়ে না নামলেও ছিলেন ডাগ আউটে। আজ চতুর্থ দিনেও আছেন।
টাইগার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী চলতি টেস্ট থেকে সাকিবের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে তিন নম্বর পজিশনে ব্যাটিং করতেন এই ম্যাচে করেছেন ছয়ে। কিন্তু গত পরশু দ্বিতীয় দিনের শেষ সেশনে বোলিংয়ের সময় উঁরুতে চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে তাকে ছয়ে নামানো হয়নি। তার জায়গায় নেমেছেন লিটন দাস। আর তিনি আছেন ডাগ আউটে।
অবশ্য চতুর্থ ইনিংসের শুরুতে মুমিনুল হক ও লিটন দাস ব্যাটিংয়ে যে দৃঢ়তা দেখাচ্ছেন তাতে তার নামা প্রয়োজন আছে বলেও মনে হচ্ছে না।
কেননা শনিবার (৬ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় এই দুই টাইগারের ব্যাটে চড়েই মধ্যাহ্ন বিরতির আগে প্রথম ইনিংসে ৩২০ রানের লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হক অপরাজিত আছেন ৮৩ রানে ও লিটন দাস ৩৮ রানে। মুমিনুলের সেঞ্চুরি হয়েই গেলেই হয়ত ইনিংস ঘোষণা করবে ডোমিঙ্গো শিষ্যরা। তখন তাদের লিডও প্রায় চারশ রানের দোর গোড়ায় পৌঁছে যাবে। যা টপকে যাওয়া ক্যারিবিয়দের জন্য মোটেই সহজ হবে না।
উইন্ডিজদের বিপক্ষে টাইগাররা চতুর্থ দিনের শুরুটা করেছিলেন ৩ উইকেটে ৪৭ রান নিয়ে। ক্রিজে মুমিনুলের সঙ্গী হিসেবে ছিলেন মুশফিকুর রহিম। মুমিনুল মধ্যাহ্ন বিরতি অবধি অপরাজিত থাকলেও দলীয় ৭৩ ও ব্যক্তিগত ১৮ রানে নিজ ইনিংসের ফুল স্টপ টেনে দিয়েছেন মুশফিকুর রহিম। রাকিম কর্নওয়ালের লেংথ বলে পড়েছেন এলবি’র ফাঁদে।
সারাবাংলা/এমআরএফ/এসএস