Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুমিনুল-লিটনের ব্যাটে বাংলাদেশের লিডের পাহাড়

স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২১ ১২:৩৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২০

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে কাল বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম বলেছিলেন, এই উইকেটে জেতার জন্য ২৫০ রানের লিডই যথেষ্ট! তবে একথাও বলেছিলেন, সাবধানতা অবলম্বনে বাংলাদেশ সাড়ে তিনশ পর্যন্ত নিয়ে যেতে চায় লিডটা। কিন্তু আজ বাস্তবে আরও এগিয়ে গেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৯৪ রানের লিডের পাহাড় দাঁড় করিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের নায়ক মুমিনুল হক। পার্শ্বনায়ক লিটন কুমার দাস। এই দুজন ৮ রানের ব্যবধানে ফেরার পর টপাটপ আরও দুই উইকেট পড়লে আর ব্যাটিং করতে চায়নি বাংলাদেশ। ৮ উইকেটে ২২৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ঘোষণা করেছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

মুমিনুল হকের দল প্রথম ইনিংসে লিড পেয়েছিল ১৭১ রানের। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে মোট লিড ৩৯৪। ম্যাচ জিততে হলে বিশ্বরেকর্ডই গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে এতো রান করে ম্যাচ জিততে পারেনি কোনো দলই। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড শ্রীলঙ্কার দখলে। ২০১৫ সালে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে ৩৮২ রান তাড়া করে জিতেছিল লঙ্কানরা।

৩ উইকেটে ৪৭ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১০ রানে দিন শুরু করা অভিজ্ঞ মুশফিকুর রহিম আউট হয়েছেন আর ৮ রান করেই। সাকিব আল হাসানকে না পাওয়ার একটা দুশ্চিন্তাও ছিল। টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় দফায় চোট পাওয়া সাকিব কাল তৃতীয় দিনের পুরোটা সময় ছিলেন মাঠের বাইরে। আজ চতুর্থ দিনেও মাঠে নামেননি। মুশফিক আউট হওয়ার পর সাকিবের ছয় নম্বর পজিশনে ব্যাটিং করতে নামেন লিটন দাস। এই লিটনকে নিয়েই সব চাপ কাটিয়েছেন মুমিনুল।

বিজ্ঞাপন

চট্টগ্রামের মাঠ মুমিনুল হকের জন্য বরাবরই পয়া। ক্যারিয়ারের আগের ৯ সেঞ্চুরির ৬টিই করেছেন এই চট্টগ্রামে। লক্ষ্মী ভেন্যুতে আরও একটা ফুল ফোটালেন মুমিনুল। পঞ্চম উইকেটে লিটনের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়ার পথে ক্যারিয়ারের ১০ নম্বর টেস্ট সেঞ্চুরিটি তুলে নিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। দলের নিরাপদ লিড নিশ্চিত হওয়ার পর আউট হয়েছেন ১৮২ বল খেলে ১০টি চারের সাহায্যে ১১৫ রান করে। তার খানিক আগে লিটন ফিরেছেন ১১২ বল খেলে ৫টি চারের সাহায্যে ৬২ রান করে।

এই দুজন ফেরার পর আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে দিয়ে খানিক সময় লিড বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ। কিন্তু সফল হতে পারেননি মিরাজ-তাইজুল। মিরাজ ৭ রানে ফিরেছেন, তাইজুল ৩ রানে। নাঈম হাসান তখন ১ রানে অপরাজিত। সেখানেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৭ ওভার বোলিং করে ৩১ রান খরচায় তিন উইকেট নিয়েছেন। জোমেল ওয়ারিকান ১৭.৫ ওভারে ৫৭ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। শ্যানন গ্যাব্রিয়েল ৩৭ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।

উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪৩০ রান তুলেছিল বাংলাদেশ। পরে বাংলাদেশের স্পিন বিষে নীল হয়ে ২৫৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।

সারাবাংলা/এসএইচএস/এসএস

চট্টগ্রাম টেস্ট চতুর্থ দিন টপ নিউজ প্রথম টেস্ট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মুমিনুল হক সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর