বাংলাদেশের লক্ষ্য ৩৫০ রানের লিড
৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:২১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৪
চট্টগ্রাম টেস্টে আজ তৃতীয় দিনের শেষ বিকেলটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ ৩৩ রানের মাথায় হারিয়ে বসে তৃতীয় উইকেট। শেষ পর্যন্ত তিন উইকেটে ৪৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। তবে শেষ বিকেলটা মন্দ কাটলেও টেস্টে বাংলাদেশই এখনো এগিয়ে।
বাংলাদেশের স্পিন বিষে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৫৯ রানে। ফলে প্রথম ইনিংসেই ১৭১ রানের লিড পেয়েছে মুমিনুল হকের দল। দিন শেষে সেটা ২১৮ রানে গিয়ে ঠেকেছে। স্পিনবান্ধব উইকেটে ২৫০ রানের লিডই অনেক। হাতে এখনো সাতটা উইকেট আছে বলে লিডটা নিশ্চয় আরও খানিটা বাড়িয়েও নিতে পারবে বাংলাদেশ। দিনের খেলা শেষে তাইজুল ইসলাম বললেন, বাংলাদেশের টার্গেট ৩০০ থেকে ৩৫০ রানের লিড।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিনের খেলা শেষে সংবাদমাধ্যমকে তাইজুল বলেছেন, ‘এই লিডে আমি সন্তুষ্ট। এই উইকেটের জন্য তৃতীয় দিনে এটা ভালো লিড। এছাড়া কাল তো ব্যাটিং করবই। আমার মনে হয়, এই উইকেটে ২৫০ রানই যথেষ্ট। তবে একটা বিষয় আছে- (আজ) প্রথম সেশন যেরকম খারাপ বোলিং করেছি আমরা ওরকম বোলিং করলে এই রানে জেতা কঠিন হয়ে যাবে। দ্বিতীয় সেশনে যে বোলিং করেছি ওরকম করলে ২৫০ যথেষ্ট। তারপরও আমাদের আশা ওদের ৩০০-৩৫০ এর মত লক্ষ্য ছুঁড়ে দেওয়া।’
৩৫০ রানের টার্গেট বাংলাদেশের জন্য খুব একটা বড় নয়। কারণ লিড ইতোমধ্যেই ২১৮ রানে পৌঁছেছে। এরপর আর বড় একটা, দুটো জুটি হলেই সাড়ে তিনশ’তে পৌঁছে যাবে বাংলাদেশ। তাইজুল অবশ্য বললেন, ‘ওরা অবশ্যই ভালো বল করছে। প্রথম ইনিংসে ওদের স্পিনাররা ভালো করেছে, আজকেও ব্রেক থ্রু এনে দিয়েছে। যদি ভালো জায়গায় বল করে তাহলে আমাদেরও কঠিন হবে, চ্যালেঞ্জটা নিতে হবে।’
চট্টগ্রাম টেস্ট টেস্ট সিরিজ তাইজুল ইসলাম বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ