Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উরুর চোটে সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা


৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:০৮

চট্টগ্রাম থেকে: কুঁচকির চোট থেকে সেরে উঠে চট্টগ্রাম টেস্টে নেমেছিলেন সাকিব আল হাসান। সেটা কাটিয়ে না উঠতেই নতুন করে উরুর চোট পেয়ে বসল দেশসেরা এই অলরাউন্ডারকে। এতে করে চলতি টেস্টে তাকে দলে পাওয়া নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। বাঁহাতি এই অলরাউন্ডারকে আপাতত রাখ হয়েছে পর্যবেক্ষণে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে বাঁহাতি এই অলরাউন্ডারের পায়ে টান লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, কুঁচকির পুরোনো চাট আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু শুক্রবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, কুঁচকিতে নয়, তার চোট বাঁ উরুতে।

বিজ্ঞাপন

বিসিবির মেডিকেল বিভাগ বলছে আপাতত তারা সাকিবের চিকিৎসা চালিয়ে যাবে। এবং তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

৫ ফেব্রুয়ারি সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসে দেখা যায় ফিল্ডিংয়ে নামেননি সাকিব। এরপর তাকে এমআরআই করতে নিয়ে যাওয়া হয়।

গতকাল চট্টগ্রাম টস্টের দ্বিতীয় দিনের চা বিরতির পর নিজেদের বোলিংয়ে ইনিংসের সময় স্বস্তি অনুভব করছিলেন না সাকিব আল হাসান। কুঁচকির পুরোনো চোট মাথাচাড়া দিয়ে উঠালে ব্যথা দিয়ে ৬ ওভার বোলিং করলেও অস্বস্তি থাকায় মাঠ থেকে বেরিয়ে যান এই টাইগার বাঁহাতি স্পিনার। ছয় ওভারে এক মেইডেনে মাত্র ১৬ রান দেন তিনি। তবে কোন উইকেটের দেখা পাননি।

টপ নিউজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর