Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোট মাথাচাড়া দিয়ে উঠেছে, অস্বস্তিতে সাকিব


৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৫ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৯

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টস্টের দ্বিতীয় দিনের চা বিরতির পর নিজেদের বোলিংয়ে ইনিংসের সময় স্বস্তি অনুভব করছিলেন না সাকিব আল হাসান। কুঁচকির পুরোনো চোট মাথাচাড়া দিয়ে উঠালে ব্যথা দিয়ে ৬ ওভার বোলিং করলেও অস্বস্তি থাকায় মাঠ থেকে বেরিয়ে যান এই টাইগার বাঁহাতি স্পিনার। বিসিবি সুত্রে জানা গেছে টিম হোটেলে ফেরার পরেও তার অস্বস্তি এখনো আছে এবং তৃতীয় দিনে তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। আদৌ নামতে পারবেন কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের বোলিং ইনিংসের ১৭ ওভার শেষে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান।

সাকিবের অস্বস্তির খবর এদিন সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

তিনি বলেন, ‘সাকিবের কিছুটা অস্বস্তি ছিল বিধায় সতর্কতার অংশ হিসেবে আমরা ওকে মাঠ থেকে বের করে এনেছি। এখন সে বিশ্রামে আছে। আজ রাত না গেলে আমরা কিছুই ভরতে পারছি না।’

ঘটনার সুত্রপাত গত ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে। বাংলাদেশের বোলিং ইনিংসের ৩০ তম ওভারে বল হাতে গিয়েছিলেন সাকিব। প্রথম তিনটি বল নির্বিঘ্নেই শেষ করেছিলেন। কিন্তু বিপত্তি বাঁধল চতুর্থ বলে এসে।

উইকেটে থাকা রোভম্যান পাওয়েলকে করা বলে নিজেই ফিল্ডিং করতে কিছুটা লম্বা স্টেপ নেন। কিন্তু পঞ্চম বল শেষে দেখা যায় থমকে গেছেন সাকিব এবং কুঁচকিতে হাত দিয়ে চেপে ধরে রেখেছেন এবং বসে পড়েন। ব্যথার তীব্রতায় শেষ মেষ মাঠ থেকেই বেরিয়ে যান এই টাইগার। তার পরিবর্তে ওভারের শেষ বলটি করেন সৌম্য সরকার। এরপর তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়।

৪৮ ঘণ্টা পর গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে তার কুঁচকিতে স্ক্যান করা হয়। সন্ধ্যায় রিপোর্ট হাতে পান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকেরা। রিপোর্টে দেখা যায় সাকিব পুরোপুরি ঠিক আছেন। কুঁচকির কোথাও ছেঁড়েনি বা বড় ধরণের চোট নেই।

সেই প্রতিবেদন হাতে পাওয়ার দুই দিন বাদেই অনুশীলনে নামেন সাকিব আল হাসান এবং চট্টগ্রাম টেস্টের জায়গা করে নেন। উইন্ডিজদের টস জিতে ব্যাটিং নেমে খেলেন ৬৮ রানের ইনিংস। যা দলের দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ। সর্বোচ্চ ১০৩ রন আসে মেহেদি মিরাজের ব্যাট থেকে। আর সাদমান ইসলাম খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস। তাদের রানে ভর করেই প্রথম ইনিংসে সবক’টি উইকেটের বিনিময়ে ৪৩০ রানের সংগ্রহ পায় স্বাগতিক শিবির।

বিজ্ঞাপন

জবাবে নিজেদের প্রথম ইনিংসে নেমে ৭৫ রান তুলতেই ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দুটি উইকেটই নিয়েছেন মোস্তাফিজুর রহমান। দিন শেষে ৪৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও এনক্রমা বুমার ১৭ রানে।

টপ নিউজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি সাকিব আল হাসান সাকিবের ইনজুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর