Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত শ্রীলঙ্কার কোচ-ওপেনার


৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার হেড কোচ মিকি আর্থার ও তারকা ওপেনার লাহিরু থিরিমান্নে। স্বাস্থ্যবিধি মেনে দুজনকেই আইশোলেশনে পাঠানো হয়েছে।

আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই দুজনের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

চলতি মাসের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কার। দুই টেস্ট ও তিনটি ওয়ানডের ওই সিরিজকে সামনে রেখেই ক্রিকেটার ও স্টাফদের কোভিড-১৯ টেস্ট করিয়েছে লঙ্কান বোর্ড। আর্থার ও থিরিমান্নের ‘পজিটিভ’ রেজাল্ট এসেছে সেখানেই।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে আগামী মে মাসে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তার আগে অথবা পরে টেস্ট খেলতে দ্বীপদেশটিতে যাওয়ার কথা বাংলাদেশের।

মিকি আর্থার লাহিরু থিরিমান্নে শ্রীলঙ্কা ক্রিকেট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর